রাম রহিমকে পদ্ম সম্মান দেওয়ার জন্য সুপারিশ করেন ৪ হাজার জন

Updated By: Sep 1, 2017, 11:14 AM IST
রাম রহিমকে পদ্ম সম্মান দেওয়ার জন্য সুপারিশ করেন ৪ হাজার জন

ওয়েব ডেস্ক:   ধর্ষক গুরমিত রাম রহিম সিংকে পদ্ম সম্মান দেওয়ারও পরিকল্পনা হয়েছিল। কিন্তু তার আগেই জেলে ঠাঁই হল ডেরা প্রধানের।

২০১৭ সালে পদ্ম সম্মান দেওয়ার জন্য গুরমিত রাম রহিমের নাম সুপারিশ করা হয়েছিল। আর এক-দু’জন নয় ডেরা প্রধান ‘সন্ত ড. গুরমিত রাম রহিম সিংজি ইনশান’-কে পদ্ম সম্মান দেওয়ার জন্য সুপরিশ করেছিলেন ৪,২০০ জন। আশ্চ‌র্যের বিষয় হল ওই সুপারিশকারীদের মধ্যে ছিল খোদ গুরমিত রাম রহিম সিংও।

এ বছর দেশের বিভিন্ন বিশিষ্টজনকে পদ্মশ্রী দেওয়ার জন্য সুপারিশ করা হয়েছিল মোট ১৮ হাজার। এর মধ্যে খোদ ডেরা প্রধানের নামেই সুপারিশ পড়েছিল ৪,২০০। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ওয়েবসাইট অনু‌যায়ী ওই সুপরিশকারীদের মধ্যে ছিল ডেরা প্রধানও। তিনবার রাম রহিম নিজের নামেই পদ্মশ্রী দেওয়ার  সুপারিশ করে। সেখানে রাম রহিম নিজের সিরসার ঠিকানও দেয়।

উল্লেখ্য, পদ্ম সম্মানের জন্য কোনও ব্যক্তি কারও নাম সুপারিশ করতে পারেন। ওই সুপারিশ তার পর একটি স্কুটিনি কমিটিতে ‌যায়। সেখান থেকেই পদ্মশ্রী প্রাপকদের বেছে নেওয়া হয়।

আরও পড়ুন-প্রভুকে সরিয়ে রেলে গড়করি!  জেনে নিন কেন্দ্রীয় মন্ত্রিসভায় নতুন মন্ত্রী হতে পারেন কারা

.