এক নজরে দেখে নিন কোন কোন জিনিসের দাম কমল জিএসটি হারের পরিবর্তনে
দেশজুড়ে প্রায় সব বাণিজ্যিক সংগঠনগুলি জানিয়েছে, জিএসটি-র হারে পরিবর্তন হওয়ায়, সুফল গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা হচ্ছে। প্রয়োজনে বর্তমান দামে বাড়তি জিনিস দিয়ে সামাল দেওয়া হবে ভারসাম্য।
নিজস্ব প্রতিবেদন : শুক্রবারই ২২৭টির মধ্যে ১৭৮টি পণ্যের ওপর থেকে জিএসটি-র হার কমানোর কথা কথা ঘোষণা করে জিএসটি কাউন্সিল। ২৮ শতাংশ থেকে কমিয়ে সেগুলিকে ১৮ শতাংশ করা হয়েছে। শুধু তাই নয়, এসি রেস্তোরাঁয় খেতে গেলে এতদিন ১৮ শতাংশ হারে জিএসটি দিলে হলেও এবার থেকে সেখানে দিতে হবে মাত্র ৫ শতাংশ জিএসটি। জিএসটি-র হার কমানোর ফলে বেশকিছু জিনিসের দামও কমতে চলেছে।
এক নজরে দেখে নেওয়া যাক কোন কোন জিনিসের দাম কমছে-
- ইলেক্ট্রিক বোর্ড, প্যানেল ও তার
- যে কোনও ধরনের আসবাবপত্র, বেডিং, ম্যাট্রেস
- স্যুটকেস, ভ্যানিটি কেস, ব্রিফকেস
- ডেটারজেন্ট পাউডার, বাসন ধোয়ার সামগ্রী
- শ্যাম্পু, চুলের ক্রিম, চুলের ডাই
- বিভিন্ন ধরনের প্রসাধনী ও সুগন্ধী
- ফ্যান, পাম্প, কম্প্রেসর, ল্যাম্প, লাইট ফিটিং
- বাথরুম ফিটিং, মার্বেল, টাইলস,
- হাত ঘোড়ি, চামড়ার তৈরি পোশাক
- স্টোভ, প্রেসার কুকার, বাসন
- সেভিং ক্রিম, আফ্টার শেভ, রেজর
- কম্পিউটার প্রিন্টার
- অ্যালুমিনিয়মের দরজা ও জানলার ফিটিং
- আয়না, সেফটি গ্ল্যাস
- বাদ্যযন্ত্র, শরীর চর্চার উপকরণ
- ঘর সাজানোর উপকরণ(ফুল, ফল, শো-পিস)
- কোকো বাটার, অয়েল পাউডার
- চকলেট, চিউইং গাম
- সানগ্ল্যাস, দূরবীণ, টেলিস্কোপ
দেশজুড়ে প্রায় সব বাণিজ্যিক সংগঠনগুলি জানিয়েছে, জিএসটি-র হারে পরিবর্তন হওয়ায়, সুফল গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা হচ্ছে। প্রয়োজনে বর্তমান দামে বাড়তি জিনিস দিয়ে সামাল দেওয়া হবে ভারসাম্য।
আরও পড়ুন- জিএসটি বৈঠক : দাম কমল ১৭৮ নিত্য প্রয়োজনীয় জিনিসের, ২৮ শতাংশ কর শুধুমাত্র ৫০ পণ্যে