ভারতীয় ইভিএমে এবার নির্বাচিত হতে পারেন রাশিয়ার রাষ্ট্রপতি

যখন ভারতের বিভিন্ন রাজনৈতিক দল ইভিএম দুর্নীতির অভিযোগ তুলছে ঠিক তখনই অন্য দেশ ভারতের ইভিএম প্রযুক্তি গ্রহণ করতে চাইছে। সাম্প্রতিক একটি রিপোর্টে জানা যাচ্ছে, রাশিয়া ভারতের ইভিএম প্রযুক্তির বিষয়ে বিশেষ আগ্রহ দেখিয়েছে। ২০১৮ সালে রাশিয়ার রাষ্ট্রপতি নির্বাচনে ভারতীয় ইভিএম ব্যবস্থা ব্যবহার করার পরিকল্পনা করছে রাশিয়ার নির্বাচন কমিশন। ওই রিপোর্টে আরও জানা গেছে, উত্তরাখণ্ডে বিধানসভা নির্বাচন চলাকালীন সেরাজ্যে এসে ইভিএম ব্যবস্থা খতিয়ে দেখে যায় রাশিয়ার ডেপুটি নির্বাচন কমিশনার নিকোলাই লেভিচেভ।

Updated By: Apr 5, 2017, 05:20 PM IST
ভারতীয় ইভিএমে এবার নির্বাচিত হতে পারেন রাশিয়ার রাষ্ট্রপতি

ওয়েব ডেস্ক: যখন ভারতের বিভিন্ন রাজনৈতিক দল ইভিএম দুর্নীতির অভিযোগ তুলছে ঠিক তখনই অন্য দেশ ভারতের ইভিএম প্রযুক্তি গ্রহণ করতে চাইছে। সাম্প্রতিক একটি রিপোর্টে জানা যাচ্ছে, রাশিয়া ভারতের ইভিএম প্রযুক্তির বিষয়ে বিশেষ আগ্রহ দেখিয়েছে। ২০১৮ সালে রাশিয়ার রাষ্ট্রপতি নির্বাচনে ভারতীয় ইভিএম ব্যবস্থা ব্যবহার করার পরিকল্পনা করছে রাশিয়ার নির্বাচন কমিশন। ওই রিপোর্টে আরও জানা গেছে, উত্তরাখণ্ডে বিধানসভা নির্বাচন চলাকালীন সেরাজ্যে এসে ইভিএম ব্যবস্থা খতিয়ে দেখে যায় রাশিয়ার ডেপুটি নির্বাচন কমিশনার নিকোলাই লেভিচেভ।

উল্লেখ্য, সাম্প্রতিক অতীতে উত্তরপ্রদেশ বিধানসভা ভোটে পর্যুদস্ত হওয়ার পর মা্য়বতী প্রবলভাবে ইভিএম দুর্নীতির অভিযোগ আনেন বিজেপির বিরুদ্ধে। সমাজবাদী পার্টিও ওই একই অভিযোগ এনেছে। অন্যদিকে আবার পঞ্জাবে হেরে গিয়ে, কংগ্রেসের বিরুদ্ধে ইভিএম জালিয়াতির অভিযোগ এনেছিল আম আদমি পার্টি। যদিও ইভিএম জালিয়াতির সব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে ভারতের নির্বাচন কমিশন। আর এবার খোদ বিদেশ থেকে ভারতীয় ইভিএম ব্যবস্থার প্রতি আগ্রহ প্রকাশ্যে আসায় অনেকটা স্বস্তিতে দিল্লির নির্বাচন সদন, বলে মনে করছে ওয়াকিবহাল মহল। (আরও পড়ুন- ভারত-পাক ইস্যুতে মার্কিন মধ্যস্থতার প্রস্তাব খারিজ ভারতের পক্ষ থেকে)

.