তামিলনাড়ুতে ব্যাটন বদল, নতুন মুখ্যমন্ত্রী হতে চলেছেন ভি কে শশীকলা

তামিলনাড়ুতে ব্যাটন বদল। আম্মার জায়গায় এবার চিন্নাম্মা। রাজ্যের মুখ্যমন্ত্রী হতে চলেছেন ভি কে শশীকলা। রবিবার AIADMK-এর বৈঠকে তাঁকেই পরিষদীয় দলনেত্রী বেছে নেওয়া হয়েছে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিয়েছেন ও পনিরসেলভম। প্রয়াত জয়ললিতা। আম্মার প্রয়াণে শোকস্তব্ধ তামিলনাড়ুর। সমর্থক-অনুরাগীদের মুখে একটাই প্রশ্ন, আম্মার পর এবার কে? উত্তর পেতে দেরি হয়নি। একটাই নাম, ভি কে শশীকলা। চিন্নাম্মা।জয়ললিতার দীর্ঘদিনের ছায়াসঙ্গী। এভাবেই তামিলনাড়ুর রাজনীতিতে উত্থান শশীকলার। আম্মার শেষযাত্রায় সারাক্ষণ পাশে দেখা গেছে তাঁকে। তখনই জল্পনা শুরু হয়েছিল। দাবি উঠেছিল, এবার দলের হাল ধরুন শশীকলা।জয়ললিতার মৃত্যুর পর AIADMK-এর সাধারণ সম্পাদক হন শশীকলা। আম্মা বরাবরই দলের সাধারণ সম্পাদক এবং মুখ্যমন্ত্রী, দুই পদই একা সামাল দিয়েছেন।

Updated By: Feb 5, 2017, 06:46 PM IST
তামিলনাড়ুতে ব্যাটন বদল, নতুন মুখ্যমন্ত্রী হতে চলেছেন ভি কে শশীকলা

ওয়েব ডেস্ক: তামিলনাড়ুতে ব্যাটন বদল। আম্মার জায়গায় এবার চিন্নাম্মা। রাজ্যের মুখ্যমন্ত্রী হতে চলেছেন ভি কে শশীকলা। রবিবার AIADMK-এর বৈঠকে তাঁকেই পরিষদীয় দলনেত্রী বেছে নেওয়া হয়েছে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিয়েছেন ও পনিরসেলভম। প্রয়াত জয়ললিতা। আম্মার প্রয়াণে শোকস্তব্ধ তামিলনাড়ুর। সমর্থক-অনুরাগীদের মুখে একটাই প্রশ্ন, আম্মার পর এবার কে? উত্তর পেতে দেরি হয়নি। একটাই নাম, ভি কে শশীকলা। চিন্নাম্মা।জয়ললিতার দীর্ঘদিনের ছায়াসঙ্গী। এভাবেই তামিলনাড়ুর রাজনীতিতে উত্থান শশীকলার। আম্মার শেষযাত্রায় সারাক্ষণ পাশে দেখা গেছে তাঁকে। তখনই জল্পনা শুরু হয়েছিল। দাবি উঠেছিল, এবার দলের হাল ধরুন শশীকলা।জয়ললিতার মৃত্যুর পর AIADMK-এর সাধারণ সম্পাদক হন শশীকলা। আম্মা বরাবরই দলের সাধারণ সম্পাদক এবং মুখ্যমন্ত্রী, দুই পদই একা সামাল দিয়েছেন।

আরও পড়ুন ভোট না দিলে সরকারের সমালোচনা করা যাবে না : সুপ্রিম কোর্ট

তাহলে চিন্নাম্মা নয় কেন? দলের সাধারণ সম্পাদক হিসেবে ইতিমধ্যেই বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেন শশীকলা। এই পরিস্থিতিতে রবিবার বৈঠকে বসেন AIADMK-এর বিধায়করা। দলীয় বৈঠকে  AIADMK-এর পরিষদীয় দলনেত্রী নির্বাচিত হন শশীকলা। তাঁর নাম প্রস্তাব করেন  পনিরসেলভম।পরিষদীয় নেত্রী নির্বাচিত হওয়ার পরই দলীয় কার্যালয়ে যান শশীকলা। কথা বলেন দলের নেতা-বিধায়কদের সঙ্গে। চিন্নাম্মার সমর্থকদের মধ্যেও খুশির হাওয়া। যদিও তীব্র কটাক্ষ করেছে বিরোধী ডিএমকে। তাদের দাবি, জয়ললিতার দীর্ঘদিনের সাথীকে  মুখ্যমন্ত্রী করার জন্য ভোট দেয়নি তামিলনাড়ু। তবে তাতে কি। মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন পনিরসেলভম। এবার রাশ শশীকলার হাতে।

আরও পড়ুন  ৩ লাখের বেশি নগদে লেনদেন হলেই এবার 'এই' শাস্তি!

.