গোয়ায় ছুটির মেজাজে রাহুল-সনিয়া, ভক্তের আবদারে নিজস্বীতে মশগুল কংগ্রেস সভাপতি

এত প্রশংসার মাঝে বিজেপির বিদ্রুপও হজম করতে হচ্ছে রাহুল গান্ধীকে। সোশ্যাল মিডিয়ায় বিজেপি সমর্থকদের কটাক্ষ, রাহুলের ঘুরতে যাওয়ার এ বারের উপলক্ষ কী?

Updated By: Jan 28, 2019, 01:49 PM IST
গোয়ায় ছুটির মেজাজে রাহুল-সনিয়া, ভক্তের আবদারে নিজস্বীতে মশগুল কংগ্রেস সভাপতি
ছবি- ইনস্টাগ্রাম

নিজস্ব প্রতিবেদন: ফুরসত্ পেলেই ঘুরতে যান রাহুল গান্ধী। ৩ রাজ্যে দারুণ ফল হওয়ার পরই বোন প্রিয়ঙ্কাকে নিয়ে গত ডিসেম্বরে সিমলা ঘুরে আসেন। এ বার মা সনিয়া গান্ধীকে নিয়ে গোয়ায়। ভোটের মুখে জমি ধরে রাখতে যখন ওড়িশা, অন্ধ্র প্রদেশ চষে বেড়াচ্ছেন নরেন্দ্র মোদী আর সেখানে গোয়ায় দিব্য ছুটির মেজাজে কংগ্রেস সভাপতি।

একেবারেই ব্যক্তিগত সফর। কোনও রাজনৈতিক কর্মসূচি নেই। দক্ষিণ গোয়ার ফিশারম্যান’স ওয়ার্ফ রেস্তোরাঁয় রবিবার খোশ মেজাজে দেখা গেল সনিয়া ও রাহুলকে। নানা সামুদ্রিক মাছের মেনু দিয়ে লাঞ্চ সারলেন রাহুল-সনিয়া। ভক্তদের অনুরোধে নিজস্বীও তুললেন তাঁরা। গোয়ার দন্ত চিকিত্সক রচনা ফার্নান্ডেজ বললেন, অনুরোধ করি তাঁর সঙ্গে সেলফি তোলার। এক কথায় রাজি হয়ে যান রাহুল। বিল মিটিয়েই ব্লু-টি শার্টে ভক্তের আবদার মেটালেন তিনি। এতটাই আপ্লুত রচনা, তিনি বলেই ফেললেন, রাজনীতির জঘন্য জগতে সুন্দর ব্যক্তি রাহুল।

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

Awed by his charm and modesty #rahulgandhi

A post shared by Rachna Fernandes (@rachna_the_dentist_fernandes) on

আরও পড়ুন- বিরোধী জোটকে ‘মসকাগটবন্ধন’ বলে ব্যঙ্গ আমুলের কার্টুনে

এত প্রশংসার মাঝে বিজেপির বিদ্রুপও হজম করতে হচ্ছে রাহুল গান্ধীকে। সোশ্যাল মিডিয়ায় বিজেপি সমর্থকদের কটাক্ষ, রাহুলের ঘুরতে যাওয়ার এ বারের উপলক্ষ কী? সম্প্রতি শেষ হয়েছে শীতকালীন অধিবেশন। এ বারের অধিবেশনে দু’কক্ষে বিরোধীদের সাঁড়াশি চাপে কার্যত কোণঠাসা ছিল মোদী সরকার। রাফাল, সিবিআই, কৃষি ঋণ-সহ একাধিক ইস্যু নিয়ে রাহুল গান্ধীর নেতৃত্বে উত্তাল হয় দু’কক্ষ। বিজেপির কটাক্ষ, হাঁফিয়ে উঠেছেন রাহুল। তাই ময়দান ছেড়ে এখন ছুটিতে তিনি। এর আগেও রাহুলের ‘ছুটি’ নিয়ে নানা ভাবে কটাক্ষ করতে দেখা গিয়েছে বিজেপিকে।

.