বিশ্ব বাজার উর্দ্ধমুখী, উষ্ণতা বাড়ল সেনসেক্সে

সেনসেক্স ৫২০ পয়েন্ট বেড়ে ভারতীয় শেয়ার বাজার চাঙ্গা হয়ে ওঠল। সকাল থেকেই দেখা গেছে বিশ্ব বাজারে বুলিস চেহারা। দিনের শেষে বম্বে স্টক এক্সচেঞ্জ ৫১৯.৮৬ পয়েন্ট বেড়ে ১৯, ৩৯৫.৮১ পয়েন্টে বন্ধ হয় যা গতকালের থেকে ২.৭৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে তাল মিলিয়ে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, নিফটিও ১৫৯.৮৫ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৫, ৮৪২.২০ পয়েন্টে বন্ধ হয়।

Updated By: Jun 28, 2013, 06:03 PM IST

সেনসেক্স ৫২০ পয়েন্ট বেড়ে ভারতীয় শেয়ার বাজার চাঙ্গা হয়ে ওঠল। সকাল থেকেই দেখা গেছে বিশ্ব বাজারে বুলিস চেহারা। দিনের শেষে বম্বে স্টক এক্সচেঞ্জ ৫১৯.৮৬ পয়েন্ট বেড়ে ১৯, ৩৯৫.৮১ পয়েন্টে বন্ধ হয় যা গতকালের থেকে ২.৭৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে তাল মিলিয়ে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, নিফটিও ১৫৯.৮৫ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৫, ৮৪২.২০ পয়েন্টে বন্ধ হয়।
বাজার চাঙ্গা হওয়ায় জিন্দাল স্টিল (৭.৮৯%), ভেল (৬.৯০%), টাটা পাওয়ার (৫.৭১%), কোল ইন্ডিয়া (৫.৫৮%), স্টারলাইট (৫.২৩%) সংস্থার শেয়ার ছিল প্রথম শ্রেণীর। মোটের উপর ২.৭০% ভারতীয় শেয়ার বাড়ার কারণ বিদেশী বিনিয়োগ, বিশ্ব বাজার চাঙ্গা আর কেন্দ্রীয় সরকারের প্রাকৃতিক গ্যাসের দাম বাড়ানোর জন্য বিশেষ পদক্ষেপ।

.