শরদ যাদব মুক্ত, তিনি নিজেই সিদ্ধান্ত নিক, বার্তা নীতীশের

Updated By: Aug 11, 2017, 11:20 PM IST
শরদ যাদব মুক্ত, তিনি নিজেই সিদ্ধান্ত নিক, বার্তা নীতীশের

ওয়েব ডেস্ক: বিজেপির সঙ্গে বিহারে সরকার গড়ার সিদ্ধান্ত আদতে দলের সিদ্ধান্ত, ফলে এখন যদি শরদ যাদব এবিষয়ে ভিন্ন মত হন তাহলে তিনি নিজের সিদ্ধান্ত নিতেই পারেন, মোদীর সঙ্গে সাক্ষাত সেরে জানিয়ে দিলেন নীতীশ কুমার। এদিকে, গতকালই 'জন সংযোগ যাত্রা'র মাঝে জনতা দল ইউনাইটেডের প্রাক্তন প্রেসিডেন্ট শরদ জানিয়েছিলেন যে, তিনি এখনও আরজেডি-কংগ্রেসের সঙ্গে মহাজোটেই রয়েছেন। আর তারপরই আজ নীতীশের এমন সরাসরি মন্তব্য।

প্রসঙ্গত, বিহারে মহাজোট ভেঙে বিজেপির সঙ্গে সরকার গড়ায় প্রথম থেকেই অখুশি ছিলেন শরদ যাদব। বিভিন্ন সময় নীতীশের এই সিদ্ধান্তকে তিনি 'দুর্ভাগ্যজনক' , 'বিহারের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা' বলে উল্লেখ করেছেন। কিন্তু সরাসরি তিনি দল ছাড়ছেন কি না তা পরিষ্কার করেননি। রাজনৈতিক মহল মনে করছে, আসলে নিজে হতে দল ছাড়লে সাংসদ পদে ইস্তফা দিতে হবে সেটা জানেন শরদ। আর তাই তিনি চাইছেন নীতীশ তাঁকে দল থেকে বহিষ্কার করুক, সেক্ষেত্রে তিনি সাংসদ পদে থেকে যেতে পারবেন। কিন্তু আজ নীতীশ বুঝিয়ে দিলেন যে, তিনি কিছুতেই শরদ যাদবকে নিজে হতে দল থেকে তাড়াবেন না, বরং তাঁকে নিজেকেই নিতে হবে সিদ্ধান্ত। যার ফলে এখন রীতিমত চাপে শরদ, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।

.