Self Help Groups: স্বনির্ভর গোষ্ঠীর সদস্য? শীঘ্রই কেন্দ্রের তরফে অ্যাকাউন্টে মিলবে টাকা

এর ফলে প্রায় ১৬ লক্ষ মহিলা উপকৃত হবেন বলে আশাবাদী কেন্দ্র

Updated By: Dec 22, 2021, 08:46 AM IST
Self Help Groups: স্বনির্ভর গোষ্ঠীর সদস্য? শীঘ্রই কেন্দ্রের তরফে অ্যাকাউন্টে মিলবে টাকা
নরেন্দ্র মোদী । ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: বছর ঘুরলেই দেশের চার রাজ্যে বিধানসভা নির্বাচন (Assembly Polls)। গোয়া, মণিপুর, পঞ্জাব ও উত্তরপ্রদেশে নতুন সরকার গঠনের পালা। এবার সেইদিক মাথায় রেখেই নারী সশক্তিকরণে (Women Empowerment) আরও একধাপ এগোল কেন্দ্র (Centre)। মঙ্গলবার কেন্দ্রের তরফে একগুচ্ছ প্রকল্পের টাকা ট্রান্সফার (Money Transfer) করা হয়। যার মধ্যে অন্যতম হল স্বনির্ভর গোষ্ঠীগুলির (Self Help Groups) উন্নয়নে ১ হাজার কোটি টাকা বরাদ্দ। মঙ্গলবার তা স্বনির্ভর গোষ্ঠীগুলির ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করেছে কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী দীনদয়াল অন্ত্যোদয় যোজনা ও জাতীয় গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পের অধীনে ঐ পরিমাণ টাকা ট্রান্সফার করা হয়েছে। যার ফলে প্রায় ১৬ লক্ষ মহিলা উপকৃত হবেন বলে আশাবাদী কেন্দ্র।

প্রধানমন্ত্রী দফতর (PMO) সূত্রের খবর, মোট ৮০ হাজার স্বনির্ভর গোষ্ঠী পিছু কমিউনিটি ইনভেস্টমেন্ট ফান্ডের আওতায় ১.১০ লক্ষ টাকা ট্রান্সফার করা হয়েছে।  অপরদিকে, ৬০ হাজার স্বনির্ভর গোষ্ঠী পিছু ১৫ হাজার টাকা করে দেওয়া হয়েছে।  

আরও পড়ুন: Omicron: ডেল্টার থেকে ৩ গুণ বেশি সংক্রামক ওমিক্রন, বিধিনিষেধ আরোপে সচেতন হওয়ার পরামর্শ কেন্দ্রের

শুধু তাই নয়, এদিন নির্বাচনী রাজ্য উত্তরপ্রদেশেও একগুচ্ছ প্রকল্পের টাকা ট্রান্সফার করা হয়। রাজ্যজুড়ে ২০২টি কমিউনিটি কিচেনের শিলান্যাস করেছেন মোদী। যোগীরাজ্যের ৬০০টি ব্লকের অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে কমিউনিটি কিচেনের ইউনিট গড়ে তোলা হবে।

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.