‘কার বুকের পাটা আছে আমাদের বিধায়ক ভাঙাবে’, বিজেপিকে তোপ শরিক সেনার

গতকাল বর্তমান মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীসের বাসভবনে বৈঠক করেন শিবসেনার ৬ নেতা। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী বিজেপি নিজেদের দখলে রাখলেও, বেশ কয়েকটি ভারী পদ দিতে হচ্ছে জোট শরিককে

Updated By: Nov 7, 2019, 12:10 PM IST
‘কার বুকের পাটা আছে আমাদের বিধায়ক ভাঙাবে’, বিজেপিকে তোপ শরিক সেনার
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: শরিক বিজেপিকে নিয়েই ভয়! হাতে ১২১ বিধায়ক রয়েছে বলে বিজেপি যে দাবি করছে, শিবসেনার আশঙ্কা তাদের দলের বিধায়ক ভাঙিয়েই ঘরে ফসল তুলতে পারে কেন্দ্রের শাসক দল। এ নিয়ে বৃহস্পতিবার সতর্ক করলেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত। দলের বিধায়কের উপর আস্থা রেখেই সঞ্জয়ের বার্তা, “আমাদের বিধায়ক অটুট রয়েছে। তবে, অন্যান্য দলের বিধায়ক ভাঙানোর খবর মিলেছে। কর্নাটক-গোয়ার মতো ঘোড়া কেনাবেচা পরিস্থিতি মহারাষ্ট্রে করতে দেওয়া হবে না।”

গতকাল বর্তমান মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীসের বাসভবনে বৈঠক করেন শিবসেনার ৬ নেতা। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী বিজেপি নিজেদের দখলে রাখলেও, বেশ কয়েকটি ভারী পদ দিতে হচ্ছে জোট শরিককে। যদিও এ নিয়ে খোলসা করেননি কোনও নেতা। বিজেপির তরফে বক্তব্য, শিবসেনার সঙ্গে জোট করেই সরকার হবে। বৃহস্পতিবার রাজ্যপালের কাছে বিজেপির এক প্রতিনিধি দল যাবে বলে দাবি করা হয়েছে। সূত্রে খবর, আজ দুপুর ২টো নাগাদ রাজ্যপাল ভগত্ সিং কোশিয়ারির কাছে ওই প্রতিনিধি দলের যাওয়ার কথা। তবে, সরকার গঠনের প্রস্তাব দেওয়া হবে কিনা স্পষ্ট নয়। জানা যাচ্ছে ওই প্রতিনিধি দলে উপস্থিত থাকবেন না দেবেন্দ্র ফডণবীস।

আরও পড়ুন- শিবসেনার সঙ্গে বৈঠক শেষ, ‘ভাল খবরের’ অপেক্ষায় মহারাষ্ট্রের বিজেপি

গোয়া, কর্নাটকের মতো ঘোড়া কেনাবেচার অভিযোগ উঠছে মহারাষ্ট্রেও। এর জন্য শিবসেনা তাদের বিধায়কদের একটি নির্দিষ্ট জায়গায় আটক করে রেখেছে বলে জল্পনা তৈরি হয়েছে। এ দিন এই জল্পনা সরাসরি উড়িয়ে দেন সঞ্জয় রাউত। উল্টে তাঁর চ্যালেঞ্জ, দেখি! কার বুকের পাটা আছে বিধায়ক ভাঙিয়ে নিয়ে যাওয়ার। 

.