ইমরানের জামাত যোগ নিয়ে ফের প্রশ্ন তুললেন সিদ্ধার্থ নাথ সিং, দলীয় সাংসদের পাশে ফিরহাদ

Updated By: Jan 9, 2015, 10:24 AM IST
ইমরানের জামাত যোগ নিয়ে ফের প্রশ্ন তুললেন সিদ্ধার্থ নাথ সিং, দলীয় সাংসদের পাশে ফিরহাদ

ফের একবার তৃণমূল সাংসদ আহমেদ হাসান ইমরানের জামাত যোগ নিয়ে প্রশ্ন তুললেন সিদ্ধার্থ নাথ সিং। যদিও বিজেপি নেতার এই অভিযোগ মানতে নারাজ তৃণমূল নেতা ফিরহাদ হাকিম। তাঁর পাল্টা দাবি, সংখ্যালঘু বলেই বিজেপির টার্গেট হচ্ছেন ইমরান।

ফের বিজেপির সাঁড়াশি আক্রমণের মুখে তৃণমূল কংগ্রেস। হস্পতিবার দলের রাজ্যসভা  সাংসদ আহমেদ হাসান ইমরানের সঙ্গে জামাতের যোগাযোগ নিয়ে ফের সরব হয়েছেন সিদ্ধার্থ নাথ সিং। তাঁর দাবি, এ বিষয়ে অবস্থান স্পষ্ট করুন মুখ্যমন্ত্রী। সিদ্ধার্থ নাথ সিংকে পাল্টা জবাব দিয়েছেন ফিরহাদ হাকিম। তাঁর অভিযোগ, সংখ্যালঘু বলেই টার্গেট হচ্ছেন আহমেদ হাসান ইমরান।

শুধু সাংসদের জামাত যোগই নয়। সিদ্ধার্থ নাথ সিং প্রশ্ন তুলেছেন, তৃণমূলের নির্বাচনী খরচের হিসাব নিয়েও। সামনেই পুরসভার ভোট। তার ঠিক আগে লোকসভা ভোটের খরচের হিসাবে এই গরমিলের অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে  বিজেপি।

 

.