শ্রীনগর বিমানবন্দরে হ্যান্ড গ্রেনেড সহ ধৃত সেনা জওয়ান
শ্রীনগর বিমানবন্দরে হ্যান্ড গ্রেনেড সহ ধরা পড়ল সেনা জওয়ান। তাঁর কাছ থেকে দুটি হ্যান্ড গ্রেনেড পাওয়া গেছে। ধৃতের নাম বোপাল মুখিয়া। বাড়ি কার্শিয়ংয়ে। চার্টার্ড বিমানে শ্রীনগর থেকে দিল্লি যাচ্ছিলেন তিনি। বিমানবন্দনের X-Ray স্ক্যানারে তাঁর লাগেজে হ্যান্ড গ্রেনেড ধরা পড়ে। হুমহামা থানায় তাঁকে নিয়ে যাওয়া হয়। জওয়ান জানিয়েছে, নদীতে জলের তলায় ওই গ্রেনেড ফাটিয়ে মাছ ধরার পরিকল্পনা ছিল তার।
ওয়েব ডেস্ক: শ্রীনগর বিমানবন্দরে হ্যান্ড গ্রেনেড সহ ধরা পড়ল সেনা জওয়ান। তাঁর কাছ থেকে দুটি হ্যান্ড গ্রেনেড পাওয়া গেছে। ধৃতের নাম বোপাল মুখিয়া। বাড়ি কার্শিয়ংয়ে। চার্টার্ড বিমানে শ্রীনগর থেকে দিল্লি যাচ্ছিলেন তিনি। বিমানবন্দনের X-Ray স্ক্যানারে তাঁর লাগেজে হ্যান্ড গ্রেনেড ধরা পড়ে। হুমহামা থানায় তাঁকে নিয়ে যাওয়া হয়। জওয়ান জানিয়েছে, নদীতে জলের তলায় ওই গ্রেনেড ফাটিয়ে মাছ ধরার পরিকল্পনা ছিল তার।
এদিকে, গতকাল জম্মু-কাশ্মীরে এশিয়ার দীর্ঘতম রোড টানেলের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চেনানি-নশরি রোড টানেলের সৌজন্যে দূরত্ব কমে গেল জম্মু-কাশ্মীরের। প্রতিদিন গাড়ির ২৭ লক্ষ টাকার তেল বাঁচবে। রবিবারই খুলে গেল সুড়ঙ্গের পথ। প্রধানমন্ত্রীর গাড়ি টানেলে ঢুকতেই চালু হয়ে গেল ১২০০ মিটার উচ্চতায় তৈরি চেনানি-নশরি রোড টানেল উধমপুর জেলার চেনানি আর রামবান জেলার নশরিকে জুড়েছে এই সুড়ঙ্গপথ। (আরও পড়ুন- মাছে বিষক্রিয়া, অসুস্থ ৪০০ সিআরপিএফ জওয়ান)