ট্রেনে অসুস্থ যাত্রী, তারপর... ভারতীয় রেলকে কিছু প্রশ্ন, উত্তর দেবেন কী!

দূরপাল্লার ট্রেনে এক যাত্রীর অসুস্থ হয়ে পড়ার ঘটনায় বড়সড় প্রশ্নের মুখোমুখি ভারতীয় রেল। স্টেশনে চিকিত্‍‍সা না করে কেন হাসপাতালে। প্রাথমিক চিকিত্‍সা কেন্দ্র রয়েছে ডাক্তার নার্স থাকে। প্রাথমিক পরীক্ষা করার পর মনে হয়েছে তখনই হাসপাতালে পাঠানো উচিত।

Updated By: Oct 12, 2016, 06:18 PM IST
ট্রেনে অসুস্থ যাত্রী, তারপর... ভারতীয় রেলকে কিছু প্রশ্ন, উত্তর দেবেন কী!

ওয়েব ডেস্ক: দূরপাল্লার ট্রেনে এক যাত্রীর অসুস্থ হয়ে পড়ার ঘটনায় বড়সড় প্রশ্নের মুখোমুখি ভারতীয় রেল। স্টেশনে চিকিত্‍‍সা না করে কেন হাসপাতালে। প্রাথমিক চিকিত্‍সা কেন্দ্র রয়েছে ডাক্তার নার্স থাকে। প্রাথমিক পরীক্ষা করার পর মনে হয়েছে তখনই হাসপাতালে পাঠানো উচিত।

আরও পড়ুন- মোদীর 'রাম বন্দনা'য় টুইটারে ঝড়!

এ না হয় স্টেশনে ঢোকার মুখে অসুস্থ হল । তাই দ্রুত ব্যবস্থা কিন্তু অন বোর্ড অসুস্থ হলে কী করবেন। প্রথমে অন ডিউটি টিটিই কে জানাতে হবে না পেলে কী করবেন।

ভারতের যেকোনও জায়গা থেকে ১৮২ ডায়াল করতে হবে।

রেলের কমার্শিয়াল বিভাগের কাছে যাবে।

রেলের কন্ট্রোলে খবর পাঠাবে।

আরও পড়ুন- উচ্চশিক্ষিত বলিউডি সেলেবরা-সেরা দশ

ভারতীয় রেল দেড়শো বছর পের করার পরও, প্রতিদিন কোটি কোটি মানুষ যাতায়াত করে। সেখানে এমার্জেন্সি টোল ফ্রি নম্বর হল না । ঘুরপথে ধরতে গিয়ে প্রাণ বেরিয়ে যায় মানুষের। সোশ্যাল মিডিয়ার এত অ্যাডভান্সমেন্টের জমানায় কেন অ্যাপ নেই। যে অ্যাপ ডাউনলোড করে ক্লিক করলেই এসওএস করলে দেখা যাবে কোথা ট্রেনটি দাঁড়িয়ে বা কোথা দিয়ে চলছে।

.