‘অতিমারিতে অনাথদের পড়াশোনার দায়িত্ব নিন’, Modi-কে চিঠি Sonia-র

চিঠিতে স্বামী তথা প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর স্মৃতিচারণ সোনিয়ার৷

Updated By: May 20, 2021, 09:06 PM IST
‘অতিমারিতে অনাথদের পড়াশোনার দায়িত্ব নিন’, Modi-কে চিঠি Sonia-র

নিজস্ব প্রতিবেদন: করোনার দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত দেশ৷ অতিমারিতে লেগে রয়েছে মৃত্যু মিছিল৷ চারদিকে হাহাকার৷ এই পরিস্থিতিতে কেন্দ্রকে দেশের অনাথ শিশুদের পাশে দাঁড়ানোর আর্জি জানালেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী (Congress Interim President) সোনিয়া গান্ধী (Sonia Gandhi)৷ অনাথ শিশুদের পড়াশোনার দায়িত্ব নিক কেন্দ্র, এই দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Prime Minister Narendra Modi) চিঠি লিখলেন তিনি৷ এরপর সেই চিঠি টুইট করেন সোনিয়াপুত্র রাহুল গান্ধী (Rahul Gandhi)৷

আরও পড়ুন: ‘সরকারি কর্মীদের দ্রুত Vaccine দেওয়া হোক’, দাবিতে Modi-কে চিঠি Mamata-র

চিঠিতে কী রয়েছে? এদিন মোদীকে লেখা চিঠিতে তাঁর স্বামী তথা দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর Rajiv Gandhi) স্মৃতিচারণ করেন সোনিয়া৷ তিনি লেখেন, “ভারতের বিভিন্ন গ্রামের দুস্থ, মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনা করানোর স্বপ্ন দেখতেন আমার স্বামী রাজীব গান্ধী (Rajiv Gandhi)৷ সেই জন্য দেশের বিভিন্ন প্রান্তে ৬৬১টি নবোদয় বিদ্যালয় (Navodaya Vidyalayas) তৈরি করেন তিনি৷ আমার অনুরোধ, এই নবোদয় বিদ্যালয়ের (Navodaya Vidyalayas) শিশুদের পড়াশোনার দায়িত্ব নিক সরকার৷ যারা করোনায় বাবা-মা উভয়কেই হারিয়েছে বা যারা পরিবারের উপার্জনক্ষম কাউকে হারিয়েছে, তাদের পড়াশোনার দায়িত্ব নিক কেন্দ্র৷”

আরও পড়ুন: ‘এখনও ৫০ শতাংশ মানুষ মাস্ক পরেন না’, বলছে Health Ministry

কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রীর এই চিঠিই টুইট করেন রাহুল গান্ধী (Rahul Gandhi)৷ টুইটারে তিনি লেখেন, “ভারতে করোরা পরিস্থিতি সবচেয়ে বেশি বিদ্বস্ত করেছে শিশুদের৷ এদের অনেকেই বাবা-মাকে হারিয়েছে৷ এই পরিস্থিতিতে কংগ্রেস সভানেত্রী কেন্দ্রকে একটি পরামর্শ দিয়েছেন৷ অনাথ শিশুদের জন্য বিনামূল্যে পড়াশোনার ব্যবস্থা করার অনুরোধ জানিয়েছেন৷ ভারত সরকার এবার তো কথা শুনুন৷” ২০ লক্ষ টিকা চেয়ে আজই প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (CM Mamata Banerjee)৷

.