সোমবার পর্যন্ত সিবিআই হেফাজতে চিদাম্বরম, নির্দেশ বিশেষ আদালতের

গতকাল সুপ্রিম কোর্টে পি চিদাম্বরমকে হেফাজতে নিতে আর্জি জানায় ইডি। কিন্তু বিচারপতি আর ভানুমতি ও এসএস বোপান্নার বেঞ্চ তাদের আবেদন খারিজ করে জানিয়ে দেয় ৫ সেপ্টেম্বর পর্যন্ত চিদাম্বরমকে গ্রেফতার করা যাবে না

Updated By: Aug 30, 2019, 04:58 PM IST
সোমবার পর্যন্ত সিবিআই হেফাজতে চিদাম্বরম, নির্দেশ বিশেষ আদালতের
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: পি চিদাম্বরমকে পাঁচ দিনের হেফাজতে চেয়েছিল সিবিআই। সোমবার পর্যন্ত হেফাজতের মেয়াদ বাড়াল বিশেষ আদালত। পাশাপাশি, সিবিআইয়ের আইনজীবী কে এন নটরাজনকে ভর্তসনা করে বিচারক অজয় কুমার কুহার প্রশ্ন করেন, একবারে ১৫ দিনের হেফাজতের আবেদন করছেন না কেন? উল্লেখ্য, এ দিনের হেফাজত নিয়ে অসন্তোষ প্রকাশ করেননি পি চিদাম্বরম। তিনিই চেয়েছিলেন তাঁকে সোমবার পর্যন্ত সিবিআই হেফাজতে রাখা হোক। গত ২২ অগস্ট সিবিআই গ্রেফতারে জামিনে আর্জি চেয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিলেন চিদাম্বরম। সোমবার সেই আবেদনের শুনানি রয়েছে।

বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে নজিরবিহীন ভাবে চিদাম্বরমকে সোমবার পর্যন্ত সিবিআই হেফাজতে রাখার কথা জানান তাঁর আইনজীবী কপিল সিব্বল।  পি চিদাম্বরমের নিজের থেকে সিবিআই হেফাজতে থাকার আবেদনে নয়া কৌশল দেখতে পাচ্ছিলেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। সূত্রে খবর, পি চিদাম্বরমকে ১৪ দিনের হেফাজতে রাখার চায় সিবিআই। এখনও পর্যন্ত খাতায় কলমে মোট ৮ দিন তাঁকে জেরা করেছে সিবিআইয়ের আধিকারিকরা। আজ বিশেষ আদালতে সিবিআইয়ে এই আবেদন খারিজ হলে জেল হেফাজতে যেতে পারতেন পি চিদাম্বরম। এমনই আশঙ্কা করা হচ্ছিল। এই পরিস্থিতিই এড়াতেই নাকি আগেভাগে সিবিআই হেফাজতে থাকার আবেদন করেন পি চিদাম্বরম।

আরও পড়ুন- বিজেপি নেতার বিরুদ্ধে অভিযোগ আনা ‘অপহৃত’ তরুণী রাজস্থানে! পুলিসের দাবির প্রমাণ চাইল সুপ্রিম কোর্ট

গতকাল সুপ্রিম কোর্টে পি চিদাম্বরমকে হেফাজতে নিতে আর্জি জানায় ইডি। কিন্তু বিচারপতি আর ভানুমতি ও এসএস বোপান্নার বেঞ্চ তাদের আবেদন খারিজ করে জানিয়ে দেয় ৫ সেপ্টেম্বর পর্যন্ত চিদাম্বরমকে গ্রেফতার করা যাবে না।  বিদেশে আয়বহির্ভূত সম্পত্তি রয়েছে বলে অভিযোগ তোলে ইডির আইনজীবী সলিসিটর জেনারেল তুষার মেহতা। এই অভিযোগের উপযুক্ত তথ্য প্রমাণও রয়েছে বলে দাবি ইডির। তবে, প্রাক্তন অর্থমন্ত্রীর কৌঁসুলি কপিল সিব্বল এবং অভিষেক মনু সিঙ্ঘভির অভিযোগ, উপযুক্ত তথ্য প্রমাণ ছাড়াই তাঁকে গ্রেফতার করা হয়েছে। আয়কর জমা ও সাংসদ হওয়ার সুবাদে তাঁর সম্পতির খতিয়ানের নথিও সরকারের কাছে রয়েছে। তবে, সোমবার পর্যন্ত চিদাম্বরমের সিবিআই হেফাজতে থাকার আর্জির বিরোধিতা করেন সলিসিটর জেনারেল। তিনি জানান, ওই আবেদন একমাত্র সিবিআই আদালতে করা যেতে পারে। 

.