বারাণসীতে পদপিষ্ট

বারাণসীর কাছে একটি ধর্মীয় সভার জমায়েতে পদপিষ্ট হয়ে মৃত্যু হল চব্বিশ জনের। আহত ষাট জনেরও বেশি। বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। বারাণসী ও চান্দৌলির মাঝে রাজঘাট সেতুতে এই দুর্ঘটনা ঘটে। জয় গুরুদেব নামে এক ধর্মীয় নেতার অনুগামীরা দুদিনের ক্যাম্প উপলক্ষ্যে জড়ো হচ্ছিলেন গঙ্গার ধারে ডোমরি গ্রামে।

Updated By: Oct 15, 2016, 08:17 PM IST
বারাণসীতে পদপিষ্ট

ওয়েব ডেস্ক: বারাণসীর কাছে একটি ধর্মীয় সভার জমায়েতে পদপিষ্ট হয়ে মৃত্যু হল চব্বিশ জনের। আহত ষাট জনেরও বেশি। বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। বারাণসী ও চান্দৌলির মাঝে রাজঘাট সেতুতে এই দুর্ঘটনা ঘটে। জয় গুরুদেব নামে এক ধর্মীয় নেতার অনুগামীরা দুদিনের ক্যাম্প উপলক্ষ্যে জড়ো হচ্ছিলেন গঙ্গার ধারে ডোমরি গ্রামে।

আরও পড়ুন- পোস্ট অফিস এখন ডাল অফিসও

ঠিক সেইসময় ভিড়ের চাপে রাজঘাট সেতুর ওপর পদপিষ্ট হয়ে মৃত্যু হয় চব্বিশ জনের। মৃতদের পরিবার পিছু দুলক্ষ টাকা ও আহতদের জন্য পঞ্চাশ হাজার টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছে উত্তরপ্রদেশ সরকার। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন জেলাশাসক। উত্তর প্রদেশের আসন্ন বিধানসভা ভোটের আগে এই ঘরণের ঘটনাতে রীতিমতো বিচলিত রাজনীতির কারবারিরাও।

আরও পড়ুন- কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ধর্মঘটে যাচ্ছে পেট্রোলিয়াম ডিলাররা

.