ন্যাশনাল হেরাল্ড মামলায় রাহুল-সোনিয়ার বিরুদ্ধে নতুন অস্ত্র বের করলেন সুব্রহ্মণ্যম স্বামী

বিপুল টাকা জরিমানার ফাঁদে পড়ে যেতে পারেন রাহুল ও সোনিয়া গান্ধী

Updated By: Jan 20, 2018, 05:21 PM IST
ন্যাশনাল হেরাল্ড মামলায় রাহুল-সোনিয়ার বিরুদ্ধে নতুন অস্ত্র বের করলেন সুব্রহ্মণ্যম স্বামী

নিজস্ব প্রতিবেদন: ন্যাশনাল হেরাল্ড মামলায় ফের মোক্ষম অস্ত্র বের করলেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী। এতে বিপুল টাকা জরিমানার ফাঁদে পড়ে যেতে পারেন রাহুল ও সোনিয়া গান্ধী।
ন্যাশন্যাল হেরাল্ড মামলা দ্রুত নিস্পত্তির দাবি করে সুব্রহ্মণ্যম আদালতে আয়কর দফতরের একটি নির্দেশিকা পেশ করেছেন। স্বামীর দাবি ওই মামলায় রাহুল-সোনিয়া মালিকানাধীন ইয়ং ইন্ডিয়ান-এর আয়কর ছাড় পাওয়ার সার্টিফিকেট বাতিল করা হয়েছে। পাশাপাশি ইয়ং ইন্ডিয়ানকে ৪১৪ কোটি টাকা আয়কর মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন-হেলমেট না পরায় সিভিক ভলান্টিয়ারের মারে মৃত্যু মোটরবাইক চালকের
রিপাবলিক টিভি-র একটি রিপোর্ট অনুযায়ী ইয়ং ইন্ডিয়ানকে ওই নির্দেশিকা পাঠানো হয় গত ২৭ ডিসেম্বর। উল্লেখ্য, ২০১২ সালে সুব্রহ্মণ্যম স্বামী ন্যাশানাল হেরল্ড মামলায় দাবি করেন প্রভাব খাটিয়ে ন্যাশানাল হেরল্ডের মতো একটি পত্রিকার সম্পত্তি কিনে নেওয়ার চেষ্টা করেছে সোনিয়া ও রাহুলের কোম্পানি। পাশাপাশি তিনি ওই মামলায় অভিযোগ করেন কংগ্রেস নেতা মোতিলাল ভোরা, সুমন দুবে, অস্কার ফান্ডান্ডেজ ও শ্যাম পিত্রোদার নামে।

 

.