দাম বাড়ল ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের

দাম বাড়ল রান্নার গ্যাসের। ভর্তুকিযুক্ত LPG সিলিন্ডারের দাম বাড়ছে ৫ টাকা ৫৭ পয়সা। প্রতি ১৪.২ কিলোগ্রাম ওজনের ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম বেড়ে হচ্ছে ৪৪০ টাকা ৫০ পয়সা।  ৮ মাস আগে ২ টাকা দাম বেড়েছিল ভর্তুকি‌যুক্ত সিলিন্ডারের।

Updated By: Apr 2, 2017, 05:21 PM IST
দাম বাড়ল ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের

ওয়েব ডেস্ক : দাম বাড়ল রান্নার গ্যাসের। ভর্তুকিযুক্ত LPG সিলিন্ডারের দাম বাড়ছে ৫ টাকা ৫৭ পয়সা। প্রতি ১৪.২ কিলোগ্রাম ওজনের ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম বেড়ে হচ্ছে ৪৪০ টাকা ৫০ পয়সা।  ৮ মাস আগে ২ টাকা দাম বেড়েছিল ভর্তুকি‌যুক্ত সিলিন্ডারের।

অন্যদিকে দাম কমছে ভর্তুকিবিহীন রান্নার গ্যাসের। প্রতি ১৪.২ কিলোগ্রাম ওজনের ভর্তুকিবিহীন রান্নার গ্যাসের দাম ছিল ৭৩৭ টাকা ৫০ পয়সা। দাম কমে হচ্ছে ৭২৩ টাকা। অর্থাত্ সিলিন্ডার প্রতি ভর্তুকিবিহীন রান্নার গ্যাসের দাম কমছে ১৪ টাকা ৫০ পয়সা। ১ মার্চ একধাক্কায় ৮৬ টাকা দাম বাড়ানো হয়েছিল ভর্তুকিবিহীন রান্নার গ্যাসের।

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই এই দাম কমানোর সিদ্ধান্ত। সেইসঙ্গে প্রতি ৫১ হাজার ৪২৮ কিলোলিটার বিমানের জ্বালানিতে দাম কমছে ৫ শতাংশ বা ২,৮১১ টাকা।

আরও পড়ুন, নতুন ৫০০ ও ২০০০ টাকার নোট নিয়ে বড় সিদ্ধান্তের পথে কেন্দ্র!

.