সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করেই দহিহান্ডিতে অংশগ্রহণ ১২ বছরের কম বয়সীদের

Updated By: Aug 18, 2014, 10:41 PM IST
সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করেই দহিহান্ডিতে অংশগ্রহণ ১২ বছরের কম বয়সীদের

সুপ্রিমকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করেই মহারাষ্ট্রে দহিহান্ডি প্রতিযোগিতায় নামানো হল ১২ বছরের কম বয়সীদের।

আজ জন্মাষ্টমী উপলক্ষে গোটা মহারাষ্ট্র জুড়েই চলে নানা অনুষ্ঠান। মাখনের হাঁড়ি ভাঙার প্রতিযোগিতায় মাতে গোটা রাজ্য।  স্থানীয় ভাষায় এই প্রতিযোগিতার নাম দহিহান্ডি। এই প্রতিযোগিতায় এবার সুপ্রিম কোর্ট ১২ বছরের কম বয়সীদের যোগদানে নিষেধাজ্ঞা দেয়। গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের জারি করা নির্দেশিকায় এই নিষেধাজ্ঞা দেওয়া হয়। কিন্তু এই নিষেধাজ্ঞা মানা হয়নি অনেক জায়গায়।

এর আগে ১৮ বছরের কম বয়সীদের দহিহান্ডি প্রতিযোগিতায় অংশগ্রহণে নিষেধাজ্ঞা জারি করেছিল হাই কোর্ট। সেই নির্দেশক চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে আবেদন জানায় দহিহান্ডির আয়োজকরা। অন্যদিকে, দুর্ঘটনা এড়াতে দহিহান্ডি পিরামিডের উচ্চতা ২০ ফুটের বেশি উঁচু যাতে না করা হয় সেই বিষয়ে মহারাষ্ট্র সরকারের কাছে আর্জি জানায় হাইকোর্ট। সেইসঙ্গেই  অংশগ্রহণকারীদের জন্য সবরকম নিরাপত্তার ও দুর্ঘটনা ঘটলে আপত্‍কালীন ব্যবস্থার জন্য আয়োজকদের নির্দেশ দেয় হাইকোর্ট।

মানব পিরামিডের ওপর উঠে দড়িতে টাঙানো দইয়ের হাঁড়ি ভাঙার রেওয়াজের নাম দহিহান্ডি।

.