পাঠানকোটে বায়ুসেনা ঘাঁটিতে আত্মঘাতী জঙ্গি হানা
পাঠানকোটে বায়ুসেনা ঘাঁটিতে আত্মঘাতী জঙ্গি হানা। ভোর তিনটে নাগাদ বেপরোয়া গুলি চালায় জঙ্গিরা। পাল্টা গুলি চালায় নিরাপত্তারক্ষীরাও। গুলির লড়াইয়ে ২ জঙ্গির মৃত্যু হয়েছে। এখনও চলছে গুলির লড়াই। গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে দুই জওয়ানেরও।
ওয়েব ডেস্ক: পাঠানকোটে বায়ুসেনা ঘাঁটিতে আত্মঘাতী জঙ্গি হানা। ভোর তিনটে নাগাদ বেপরোয়া গুলি চালায় জঙ্গিরা। পাল্টা গুলি চালায় নিরাপত্তারক্ষীরাও। গুলির লড়াইয়ে ২ জঙ্গির মৃত্যু হয়েছে। এখনও চলছে গুলির লড়াই। গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে দুই জওয়ানেরও।
সেনার পোশাকে মোট ছজন জঙ্গি তিনদিক থেকে হামলা চালায়। পুলিসের গাড়িতে করেই জঙ্গিরা এসেছিল বলে জানা গেছে। দুই জঙ্গিকে ঘিরে ফেলা সম্ভব হয়েছে। সেনা ছাউনিতে এখনও দুই জঙ্গি গা-ঢাকা দিয়ে রয়েছে বলে অনুমান সেনার। নজরদারির কাজে নামানো হয়েছে দুটি সেনা হেলিকপ্টার। দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গেই সেনার পাশাপাশি নেমেছে পঞ্জাব পুলিসের সোয়াত বাহিনী। বায়ুসেনার বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত গড়ুরবাহিনী নেমে পড়েছে। হত দুই জঙ্গির দেহ উদ্ধার করা গিয়েছে। সেনা আবাসনেও জঙ্গিদের লুকিয়ে থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ফলে সেনাকর্মীদের পরিবারের সদস্যদের পণবন্দি করতে পারে জঙ্গিরা। এমন আশঙ্কা দানা বাঁধতে শুরু করেছে। জঙ্গি হামলার পর থেকেই বন্ধ রয়েছে জম্মু-হিমাচল হাইওয়ে।
হামলা সম্পর্কে আপনাদের মতামত জানাতে ক্লিক করুন এই #Pathankotattack -এ।