ত্রিপুরা বিধানসভায় স্পিকারের ন্যায়দণ্ড কেড়ে নিয়ে দৌড় দিলেন সুদীপ রায় বর্মন

ত্রিপুরা বিধানসভায় ধুন্ধুমার। স্পিকারের ন্যায়দণ্ড কেড়ে নিয়ে দৌড় দিলেন এক তৃণমূল বিধায়ক। যৌন কেলেঙ্কারি নিয়ে বিধানসভায় শাসক-বিরোধী তরজা চলছিল। মূলতুবি প্রস্তাবের দাবি জানায় বিরোধীরা। স্পিকার রামেন্দ্র চন্দ্র দেবনাথ সেই প্রস্তাব খারিজ করে দিতেই নিমেষে বদলে যায় বিধানসভার ছবি। তৃণমূল বিধায়ক সুদীপ রায় বর্মন  হঠাত্‍ই স্পিকারের টেবিলে উঠে তার দণ্ড কেড়ে নিয়ে দৌড় দেন। দণ্ড নিতে তৃণমূল বিধায়কের পেছনে দৌড়োন মার্শাল। মিনিট খানেকের মধ্যেই শান্ত হয় পরিস্থিতি।

Updated By: Dec 20, 2016, 12:30 PM IST
ত্রিপুরা বিধানসভায় স্পিকারের ন্যায়দণ্ড কেড়ে নিয়ে দৌড় দিলেন সুদীপ রায় বর্মন

ওয়েব ডেস্ক: ত্রিপুরা বিধানসভায় ধুন্ধুমার। স্পিকারের ন্যায়দণ্ড কেড়ে নিয়ে দৌড় দিলেন এক তৃণমূল বিধায়ক। যৌন কেলেঙ্কারি নিয়ে বিধানসভায় শাসক-বিরোধী তরজা চলছিল। মূলতুবি প্রস্তাবের দাবি জানায় বিরোধীরা। স্পিকার রামেন্দ্র চন্দ্র দেবনাথ সেই প্রস্তাব খারিজ করে দিতেই নিমেষে বদলে যায় বিধানসভার ছবি। তৃণমূল বিধায়ক সুদীপ রায় বর্মন  হঠাত্‍ই স্পিকারের টেবিলে উঠে তার দণ্ড কেড়ে নিয়ে দৌড় দেন। দণ্ড নিতে তৃণমূল বিধায়কের পেছনে দৌড়োন মার্শাল। মিনিট খানেকের মধ্যেই শান্ত হয় পরিস্থিতি।

আরও পড়ুন-শহিদ আফ্রিদির নাম লেখা জার্সি পরার অভিযোগে অসমে গ্রেফতার যুবক

প্রসঙ্গত, গত ২৯শে আগস্ট ত্রিপুরা বিধানসভায় বিরোধী দলের মর্যাদা পেয়েছিল তৃণমূল কংগ্রেস। কংগ্রেস ছেড়ে আসা ছয় বিধায়ক যোগ দজেন তৃণমূলে। এবার দেখে নিন আজকের সেই কাণ্ডের ভিডিও-

 

.