নীরবের হদিশ পেতে তিনটি দেশকে চিঠি বিদেশমন্ত্রকের: সূত্র

ব্রিটেন, ফ্রান্স ও বেলজিয়ামকে কূটনৈতিক চিঠি ভারতের। 

Updated By: Jun 27, 2018, 05:35 PM IST
 নীরবের হদিশ পেতে তিনটি দেশকে চিঠি বিদেশমন্ত্রকের: সূত্র

নিজস্ব প্রতিবেদন: ঋণখেলাপকারী নীরব মোদীর হদিশ পেতে তিনটি দেশকে অনুরোধ জানাল কেন্দ্র। সংবাদ সংস্থা এএনআই একটি সূত্র উদ্ধৃত করে দাবি করেছে, ব্রিটেন, ফ্রান্স ও বেলজিয়ামকে কূটনৈতিক চিঠি দিয়েছে বিদেশমন্ত্রক। 

গত সপ্তাহে নীরব মোদীর গতিবিধি নজরে রাখতে ইউরোপের তিন দেশকে চিঠি দিয়েছে বিদেশমন্ত্রক। এটাই অবশ্য প্রথমবার নয়, এর আগেও এই ধরনের অনুরোধ করেছে ভারত। 

মঙ্গলবার ব্রিটেন থেকে নীরব মোদীকে প্রত্যর্পণের প্রক্রিয়া শুরু করতে এনফোর্সমেন্ট ডিরেকটোরেটকে অনুমতি দিয়েছে মুম্বইয়ের বিশেষ সিবিআই আদালত। পিএনবির ১৩ হাজার কোটি টাকার ঋণ খেলাপির অভিযোগে পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদী। 

আরও পড়ুন- লোকসভা ভোটে বিরোধী জোটের মোকাবিলায় 'মায়াবতী' মডেল মোদী-শাহের

.