Local Train: মাঝ দুপুরে হঠাৎ বিপত্তি, লাইন থেকে পিছলে গেল লোকাল ট্রেন; তীব্র গরমে ভোগান্তির একশেষ যাত্রীদের
স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার প্রচেষ্টা চলছে বলে জানা গিয়েছে। পরিষেবা ফের চালু করার কাজ পুরোদমে চলছে। পাশাপাশি, কর্তৃপক্ষ হারবার লাইনে স্থানীয় ট্রেন যাত্রীদের জন্য সমস্যার সমাধান করেছে। তাদেরকে একই টিকিট ব্যবহার করে মূল লাইনের মাধ্যমে ভ্রমণ করার সুযোগ দেওয়া হয়েছে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের বেলাইন লোকাল ট্রেন। সপ্তাহের শুরুতেই ভোগান্তি নিত্য যাত্রীদের। জানা গিয়েছে একটি পানভেল-সিএসএমটি লোকাল ট্রেন সোমবার সকাল ১১.৩৫ মিনিট নাগাদ একটি অপ্রত্যাশিত দুর্ঘটনার শিকার হয়েছিল।
সেই সময়ে ট্রেনটি মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস (CSMT)-এর ২ নম্বর প্লাটফর্মে প্রবেশ করছিল। ঠিক সেই সময়ে দুর্ঘটনাটি ঘটে। দ্বিতীয় কোচটি লাইনচ্যুত হয়। এর ফলে লোকাল ট্রেন পরিষেবার মসৃণ পরিচালনায় ব্যাঘাত ঘটে। লাইনচ্যুত কোচের ট্রলি দুপুর ১.১৫ মিনিট নাগাদ ফের লাইনে তোলা হয়েছে এবং দুপুর ২টো নাগাড ট্র্যাকটিও পরিষ্কার করা হয়েছে বলে জানা গিয়েছে।
ট্রেন পরিষেবা সাময়িকভাবে স্থগিত
লাইনচ্যুত হওয়ার ফলে, CSMT এবং ভাদালার মধ্যে হারবার লাইনে ট্রেন পরিষেবা সাময়িকভাবে স্থগিত করা হয়। যদিও, হারবার লাইনের অবশিষ্ট অংশগুলিতে ভ্রমণকারী যাত্রীরা এখনও লোকাল ট্রেন পরিষেবাগুলি পেতে পারেন, কারণ সেইগুলি চালু রয়েছে।
আরও পড়ুন: Sandeshkhali Case | Supreme Court: সুপ্রিম কোর্টে সন্দেশখালিকাণ্ডে বড় ধাক্কা রাজ্যের!
এটি লক্ষণীয় যে হারবার লাইনে পরিষেবার সমস্যা, কেন্দ্রীয় রেলওয়ের মেইন লাইনের লোকাল ট্রেন পরিষেবাগুলিকে প্রভাবিত করেনি।
A coach of local train derailed on platform 1 at CSMT railway station at 9.39 am. Movement of few trains affected on Harbour line, nobody injured. Rerailment of the coach is underway. Main line services running normal: Shivaji Sutar, CPRO, Central railway, Mumbai
— ANI (@ANI) July 26, 2022
পরিষেবা ফের চালু করার প্রচেষ্টা চলছে
স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার প্রচেষ্টা চলছে বলে জানা গিয়েছে। পরিষেবা ফের চালু করার কাজ পুরোদমে চলছে। পাশাপাশি, কর্তৃপক্ষ হারবার লাইনে স্থানীয় ট্রেন যাত্রীদের জন্য সমস্যার সমাধান করেছে। তাদেরকে একই টিকিট ব্যবহার করে মূল লাইনের মাধ্যমে ভ্রমণ করার সুযোগ দেওয়া হয়েছে।
এই ঘটনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুম্বইয়ের লক্ষ লক্ষ যাত্রীদের জন্য লোকাল ট্রেন একটি লাইফলাইন হিসাবে কাজ করে। এমন বিস্তৃত রেলওয়ে নেটওয়ার্ককে সঠিকভাবে চালু রাখার ক্ষেত্রে মুখোমুখি হওয়া চ্যালেঞ্জগুলির একটি হিসাবে মানুষের সামনে উঠে এসেছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)