অসমে জোড়া বিস্ফোরণ, ১ জন সিআরপিএফ কর্মী মৃত

আবারও জোড়া বিস্ফোরণে কাঁপল অসম। শনিবার রাতে আইইডি বিস্ফোরণে এক সি আর পি এফ জওয়ান মারা গিয়েছে। আহত হয়েছে অন্তত পক্ষে ১২ জন। ধুবরিতে গোষ্ঠী সংঘর্ষে একটি পেট্রোল বোমা বিস্ফোরণ হয়। ঘটনার জেরে এলাকায় অনির্দিষ্টকালের জন্য কার্ফু জারি করা হয়েছে।

Updated By: Sep 9, 2012, 11:42 AM IST

আবারও জোড়া বিস্ফোরণে কাঁপল অসম। শনিবার রাতে আইইডি বিস্ফোরণে এক সি আর পি এফ জওয়ান মারা গিয়েছে। আহত হয়েছে অন্তত পক্ষে ১২ জন। ধুবরিতে গোষ্ঠী সংঘর্ষে একটি পেট্রোল বোমা বিস্ফোরণ হয়। ঘটনার জেরে এলাকায় অনির্দিষ্টকালের জন্য কার্ফু জারি করা হয়েছে।
অন্যদিকে, গুয়াহাটির পল্টন বাজার এলাকায় সন্ধ্যে ৭টা ৪৫ নাগাত আর একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরক হিসাবে আই ই ডি ব্যবহার করা হয় বলে জানা গিয়েছে। পুলিস থানা থেকে ঢিলছোঁড়া দূরত্বে স্টেট ট্রান্সপোর্ট টিকিট কাউন্টারের খুব কাছে বিস্ফোরণটি ঘটে। কামরূপের ডেপুটি কমিশনর আশুতোষ অগ্নিহোত্রী জানিয়েছেন, বিস্ফোরণে ভবানী সিং নামে এক সি আর পি এফ কর্মী গুরুতর ভাবে আহত হন। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। দু`জন জওয়ান সহ ঘটনায় আহত আরও ৯ জনকে গুয়াহাটি মেডিক্যাল কলেজে ভর্তি করাহয়েছে। এখনও পর্যন্ত বিস্ফোরণের দায় স্বীকার করেনি কেউই। তদন্ত শুরু হয়েছে বলে পুলিস জানিয়েছে।

.