প্রজাতন্ত্র দিবসে অসমে বিস্ফোরণের দায় নিল উলফা

প্রজাতন্ত্র দিবসের সকালে পাঁচটি বিস্ফোরণের দায় স্বীকার করেছে অসমের জঙ্গি সংগঠন উলফা (স্বাধীন)।

Edited By: সুদীপ দে | Updated By: Jan 26, 2020, 06:13 PM IST
প্রজাতন্ত্র দিবসে অসমে বিস্ফোরণের দায় নিল উলফা

নিজস্ব প্রতিবেদন: প্রজাতন্ত্র দিবসের সকালে একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে অসম। দধুলিয়াজান, ডিব্রুগড়, সোনারী-সহ একাধিক জায়গায় বিস্ফোরণ ঘটে। এ সবের মধ্যে ধুলিয়াজানে আইইডি (IED) বিস্ফোরণের খবর মিলেছে। প্রজাতন্ত্র দিবস উদযাপনের আগেই এই বিস্ফোরণের ঘটনাকে ‘কাপুরুষোচিত’ বলে ব্যাখ্যা করেছেন অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল।

এ দিন সকালে ৩৭ নম্বর জাতীয় সড়কের কাছে ডিব্রুগড়ের গ্রাহাম বাজারের কাছে প্রথম বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। পরে দধুলিয়াজান, সোনারী-সহ একাধিক জায়গায় বিস্ফোরণ ঘটে। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, প্রজাতন্ত্র দিবসের সকালে পাঁচটি বিস্ফোরণের দায় স্বীকার করেছে অসমের জঙ্গি সংগঠন উলফা (স্বাধীন)। সংবাদমাধ্যমে চিঠি দিয়ে এ কথা জানিয়েছে উলফা (স্বাধীন)।

আরও পড়ুন: কাশ্মীরে গণভোট নেওয়ার প্রশ্নই নেই, মন্তব্য পিডিপি নেতা মুজাফফর বেগের

গোটা অসম জুড়ে প্রায় ৬৪৪ জন জঙ্গি আত্মসমর্পণ করেছে গত এক সপ্তাহে। কিন্তু প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে উলফা স্বাধীনের তরফে হুমকি দেওয়া হয়েছিল অসমে। বিভিন্ন জায়গায় অশান্তি তৈরির জন্য পূর্বেও সক্রিয় ছিল পরেশ বরুয়ার উলফা স্বাধীন। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা করেছেন অসমের মুখ্যমন্ত্রী।

.