ব-কলমে শুরু এনআরসি! অনুপ্রবেশকারী খুঁজে বের করতে পদক্ষেপ নিল যোগীর পুলিস

বিভিন্ন জেলার পুলিস প্রধানের কাছে ইতিমধ্যে চিঠি পাঠিয়েছেন ওপি সিং। তাতে বলা হয়েছে, নিজ নিজ জেলায় পুলিস কর্তারা যেন অনুপ্রবেশকারীদের খুঁজে বের করেন।

Updated By: Oct 1, 2019, 04:16 PM IST
ব-কলমে শুরু এনআরসি! অনুপ্রবেশকারী খুঁজে বের করতে পদক্ষেপ নিল যোগীর পুলিস

নিজস্ব প্রতিবেদন : ''আমরা বহু বছর ধরেই এখানে এনআরসি করছি। বাংলাদেশ বা অন্য কোনও দেশের কেউ এখানে এসে বেআইনিভাবে থাকতে শুরু করলে রেহাই পাবে না। আমরা বৈধ কাগজপত্র দেখতে চাইব। বৈধ কাগজ জমা দিতে না পারলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।'' দাবি উত্তরপ্রদেশ পুলিসের ডিজি ওপি সিংয়ের। তিনি জানিয়ে রাখলেন, যোগীর রাজ্যে ব-কলমে এনআরসি চালু রয়েছে বহু বছর ধরে। প্রতি বছর নির্ধারিত সময়ে অনুপ্রবেশকারীদের ধরপাকড়ের প্রক্রিয়া শুরু হয়ে যায়। ওপি সিং আরও বললেন, ''সামনেই উত্সবের মরশুম। আমাদের সতর্ক থাকতে হবে। অনুপ্রবেশকারীরা এদেশে এসে বিভিন্ন অপরাধমূলক কাজ শুরু করে। আমরা সেইসব অপরাধমূলক কার্যকলাপ দমন করতে পদক্ষেপ নিয়েছি।''

আরও পড়ুন-  নাসার বিজ্ঞানী-ওবামা ঘনিষ্ঠ বলে দাবি করে জালিয়াতি, এক বছরের মধ্যেই পর্দাফাঁস করলেন স্ত্রী

বিভিন্ন জেলার পুলিস প্রধানের কাছে ইতিমধ্যে চিঠি পাঠিয়েছেন ওপি সিং। তাতে বলা হয়েছে, নিজ নিজ জেলায় পুলিস কর্তারা যেন অনুপ্রবেশকারীদের খুঁজে বের করেন। নির্দিষ্ট সময়ের মধ্যে তাঁদের এমন করত বলা হয়েছে। তা ছাড়া পুরো প্রক্রিয়ার দেখাশোনা করবেন সিনিয়র পুলিস কর্তারা। ইতিমধ্যে উত্তরপ্রদেশের বিভিন্ন জেলার বস্তি এলাকায় পুলিস অনুপ্রবেশকারীদের খোঁজে নামবে। এমনকী, স্টেশন বা বাস টার্মিনাস চত্বরেও খোঁজ চলবে বলে জানিয়েছে উত্তরপ্রদেশ পুলিস। পুলিসের সঙ্গে সঙ্গে অনুপ্রবেশকারীদের খোঁজে নামবে বিভিন্ন সরকারী দফতরের কর্মীরা। মূলত নথিপত্র খতিয়ে দেখার দায়িত্ব থাকবে তাঁদের উপর।

আরও পড়ুন-  কেন ভারত, পাকিস্তানকে ‘হাইফেন’ দিয়ে জুড়ে দিচ্ছেন? সাংবাদিকদের প্রশ্ন জয়শঙ্করের

বাংলাদেশ বা অন্য কোনও দেশ থেকে এসে উত্তরপ্রদেশে বসবাস শুরু করা মানুষদের আঙুলের ছাপও নেওয়া হবে। বিভিন্ন নির্মাণ সংস্থাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, শ্রমিক নিয়োগের আগে যেন তাদের তেকে প্রয়োজনীয় নথি জমা নেওয়া হয়। 

.