গুজরাটের মুখ্যমন্ত্রী হিসাবে আজই শপথ রূপানির, উপস্থিত থাকছেন মোদী-নীতীশ

এদিন শপথ নেবেন রূপানি-সহ ১৯ জন মন্ত্রী। সকালে অক্ষরধাম মন্দিরে পুজো সেরেছেন সস্ত্রীক রূপানি। জানা যাচ্ছে, মন্ত্রী ক্যাবিনেটে নীতিন প্যাটেলের জায়গাও অদবদল হচ্ছে না। উপ মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করবেন তিনি।

Updated By: Dec 26, 2017, 12:14 PM IST
গুজরাটের মুখ্যমন্ত্রী হিসাবে আজই শপথ রূপানির, উপস্থিত থাকছেন মোদী-নীতীশ
ছবি- পিএমও

নিজস্ব প্রতিবেদন: গুজরাটের মুখ্যমন্ত্রী পদে মঙ্গলবার দ্বিতীয়বারের জন্য শপথ নিচ্ছেন বিজয় রূপানি। শপথ অনুষ্ঠানে হাজির থাকবেন নরেন্দ্র মোদী, বিজেপি সভাপতি অমিত শাহ সহ বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা। বিজেপি সূত্রে খবর এই অনুষ্ঠানে যোগ দিচ্ছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং উপ মুখমন্ত্রী সুশীল কুমার মোদীও।

এদিন শপথ নেবেন রূপানি-সহ ১৯ জন মন্ত্রী। সকালে অক্ষরধাম মন্দিরে পুজো সেরেছেন সস্ত্রীক রূপানি। জানা যাচ্ছে, মন্ত্রী ক্যাবিনেটে নীতিন প্যাটেলের জায়গাও অদবদল হচ্ছে না। উপ মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করবেন তিনি।

আরও পড়ুন- ‘দেশের সংবিধান বদলে দেব’, কেন্দ্রীয় মন্ত্রীর মন্তব্যে বিতর্কের ঝড়

বিজেপি অন্দরের খবর, ২০১৯-এ জাতীয় নির্বাচনের কথা মাথায় রেখে ক্যাবিনেটে মিশ্র পরিবর্তন রাখতে চাইছে। পুরনোর পাশাপাশি নতুন মুখও আনা হচ্ছে বলে সূত্রে খবর। সূত্রে আরও খবর, সৌরাষ্ট্রে সবচেয়ে খারাপ ফল হওয়ায় সত্ত্বেও এখান থেকে ৭ জন মন্ত্রী নির্বাচিত করা হয়েছে। উত্তর গুজরাট থেকে ৬ জন, মধ্য গুজরাট থেকে ৫ জনকে মন্ত্রী করা হবে। রূপানির নতুন ক্যাবিনেটে অন্যান্য অনগ্রসর শ্রেণিভুক্ত (ওবিসি)-র ৬ জন,পতিদার থেকে ৬ জন, ৩জন উপজাতি, ২জন রাজপুত এবং একটি করে দলিত, ব্রাহ্মণ, জৈন মন্ত্রী অন্তর্ভুক্ত করা হচ্ছে।

আরও পড়ুন- 'মেরি ক্রিসমাস'! দেশবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর

গুজরাট নির্বাচনে আশানারূপ ফল না হওয়ায় মুখ্যমন্ত্রী পদে বিজয় রূপানিকে বসানো হবে কিনা এ নিয়ে বেশ কিছুদিন ধরে দ্বন্দ্ব চলছিল বিজেপি অন্দরে। গতবারের নির্বাচনের থেকে ১৬টি আসন হাতছাড়া হয়েছে বিজেপির। অন্যদিকে উল্লেখযোগ্যভাবে কংগ্রেসেরও উত্থান দেখা গিয়েছে। কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়েছে হার্দিক, জিগ্নেশের মতো যুব নেতারাও। জনমোহনী মুখ হিসাবে গুজরাটের নিচুস্তরে প্রভাব বিস্তার করতে পারেননি রূপানি, এমনটাই অভিযোগ এনেছিলেন বিজেপির একাংশ নেতারা। তবে, অমিত শাহ, অরুণ জেটলি-র মতো শীর্ষ নেতারা রূপানিকেই ফের মুখ করতে চাইছেন। তাঁদের মতে, গুজরাটবাসীর কাছে 'ক্লিন ইমেজ' হিসাবে পরিচিত রূপানি।  ভবিষ্যতে এটাকেই হাতিয়ার করে কংগ্রেসের সঙ্গে লড়তে চায় বিজেপি। 

.