'মেরি ক্রিসমাস'! দেশবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর
গোটা দেশ মেতে উঠেছে ক্রিসমাসের আনন্দে।
নিজস্ব প্রতিবেদন: দেশবাসীকে ক্রিসমাসের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
রামনাথ কোবিন্দ টুইটারে লিখেছেন,''দেশবাসী, বিশেষ করে খ্রিষ্টান ভাই-বোনদের মেরি ক্রিসমাস। উত্সব আমাদের পরিবার ও সমাজে আনন্দ নিয়ে আসুক।''
Merry Christmas to all fellow citizens, especially our Christian brothers and sisters. May the festival bring happiness to our families and our shared society #PresidentKovind
— President of India (@rashtrapatibhvn) December 25, 2017
জাতিকে ক্রিসমাসের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। তিনি লিখেছেন, ''সম্প্রীতি ও আনন্দ নিয়ে আসুক উত্সব। সবাইকে মেরি ক্রিসমাস।'' যীশুর মহত্ উপদেশর কথাও স্মরণ করিয়ে দিয়েছেন নমো।
Wishing everyone a Merry Christmas. We remember the noble teachings of Lord Christ. pic.twitter.com/Bi9XQUUoPP
— Narendra Modi (@narendramodi) December 25, 2017
আরও পড়ুন- ত্রিপুরায় বিজেপিতে যোগ দিলেন কংগ্রেস বিধায়ক, অসম জয়ের কারিগর দায়িত্বে
২৫ ডিসেম্বর বড়দিন পালন করছে গোটা দেশ। বিশেষ করে বেঙ্গালুরু, কলকাতা, ত্রিবান্দ্রম, ও নয়াদিল্লিতে উদযাপিত হচ্ছে যীশুর জন্মদিন। শুধু খ্রিষ্টানরাই নন, ভারতের অন্যান্য উত্সবের মতোই সব ধর্ম ও বর্ণের মানুষের কাছেই ২৫ ডিসেম্বর হয়ে উঠেছে 'বড়দিন'।