ভোট দান মৌলিক কর্তব্য নয়, বাধ্যতামূলক করা অগণতান্ত্রিক, শীর্ষ আদালতকে জানাল কেন্দ্র
ভোট দিতে পারা বা নির্বাচক হিসাবে নির্বাচনে অংশ নিতে পারা মৌলিক অধিকার। কিন্তু ভোট দেওয়া কখনই মৌলিক কর্তব্য নয়, সুপ্রিম কোর্টে একথা স্পষ্ট জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার। পাশাপাশি কেন্দ্রের তরফে এও বলা হল যে, ভোট দেওয়াকে কখনই বাধ্যতামূলক করা যায় না, বরং বাধ্যতামূলক করা হলে তা সম্পূর্ণ অগণতান্ত্রিক হবে।
![ভোট দান মৌলিক কর্তব্য নয়, বাধ্যতামূলক করা অগণতান্ত্রিক, শীর্ষ আদালতকে জানাল কেন্দ্র ভোট দান মৌলিক কর্তব্য নয়, বাধ্যতামূলক করা অগণতান্ত্রিক, শীর্ষ আদালতকে জানাল কেন্দ্র](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/07/10/88981-voting.jpg)
ওয়েব ডেস্ক: ভোট দিতে পারা বা নির্বাচক হিসাবে নির্বাচনে অংশ নিতে পারা মৌলিক অধিকার। কিন্তু ভোট দেওয়া কখনই মৌলিক কর্তব্য নয়, সুপ্রিম কোর্টে একথা স্পষ্ট জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার। পাশাপাশি কেন্দ্রের তরফে এও বলা হল যে, ভোট দেওয়াকে কখনই বাধ্যতামূলক করা যায় না, বরং বাধ্যতামূলক করা হলে তা সম্পূর্ণ অগণতান্ত্রিক হবে।
প্রসঙ্গত, ২০১৫ সালে সুপ্রিম কোর্টে দায়ের হওয়া একটি মামলায় ভোট দান বাধ্যতামূলক কিনা জানতে চাওয়া হয়। তারই উত্তর হিসাবে এই প্রসঙ্গে ভারত সরকারের আইন ও বিচার মন্ত্রক হলফনামা জারি করে সরকারের মত জানাল দেশের শীর্ষ আদালত তথা সংবিধানের ব্যাখ্যাকারীকে। (আরও পড়ুন- বিনা টিকিটে যাত্রা আটকাতে রেল স্টেশনে মেট্রোর মতো ফ্ল্যাপ দরজার পরিকল্পনা)