রাজ্যের উন্নয়নের স্বার্থে কাজ করতেই উত্তর প্রদেশে অনুষ্ঠান করেছি: সলমন

উত্তরপ্রদেশের ত্রাণ শিবিরে যখন ঠান্ডায় মৃত্যুর সঙ্গে লড়াই চালাচ্ছে মানুষ তখন সইফই মহোত্সব নিয়ে বিতর্কের ঝড় উঠেছে এর মধ্যেই। এর মধ্যেই টুইটারে নিজের বক্তব্য জানিয়েছেন মাধুরী দীক্ষিত। অবশেষে মুখ খুললেন সলমন খান।

Updated By: Jan 9, 2014, 09:53 PM IST

উত্তরপ্রদেশের ত্রাণ শিবিরে যখন ঠান্ডায় মৃত্যুর সঙ্গে লড়াই চালাচ্ছে মানুষ তখন সইফই মহোত্সব নিয়ে বিতর্কের ঝড় উঠেছে এর মধ্যেই। এর মধ্যেই টুইটারে নিজের বক্তব্য জানিয়েছেন মাধুরী দীক্ষিত। অবশেষে মুখ খুললেন সলমন খান।

ফেসবুকে সলমন লিখেছেন,

"আমি যখনই কোনও জায়গায় অনুষ্ঠান করতে বা প্রচারের কাজে যাই, আমি সেটাকে স্থানীয় মানুষের স্বাস্থ্যের উন্নয়ন, শিক্ষার উন্নয়নের জন্য কাজ করার সুযোগ হিসেবে দেখি। নাগপুরে অনুষ্ঠানে গিয়ে বিইং হিউম্যান মহারাষ্ট্রের ১০০ জন শিশুর হার্টের অসুখের চিকিত্সার দায়িত্ব নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এটাওয়াতেও বিইং হিউম্যান অনুষ্ঠানের শিল্পীদের তরফে উত্তর প্রদেশের ২০০ জন শিশুর হার্টের চিকিত্সার দায়িত্ব নেওয়ার প্রতিশ্রতি দিয়েছে। জহরলাল নেহেরু মেডিক্যাল কলেজ ও হাসপাতালেও ইকো মেশিন, পেডিয়াট্রিক ও নিও ন্যাটাল ভেন্টিলেটর এবং পোর্টেবেল এক্স-রে মেশিন কেনার জন্য বিইং হিউম্যান ২৫ লক্ষ টাকা দিয়েছে।"

এর মধ্যেই সলমনের লেখায় ফেসবুকে ২০, ০০০ কমেন্ট এসেছে। টুইটারে এর আগেই মাধুরী দীক্ষিতও আর্থিক সাহায্যের কথা লিখেছেন। ভারতের বিভিন্ন এলাকার মানুষদের জন্য কাজ করার স্বার্থে গঠিত সলমনের সংস্থা বিইং হিউম্যান।

.