সকালে সমালোচনা, সন্ধ্যায় সাক্ষাত্‍ - মুখোমুখি দুই প্রধানমন্ত্রী- মনমোহনের সঙ্গে বৈঠক মোদীর

মোদী সেই সাক্ষাতের ছবি টুইট করে লেখেন, ''ডক্টর মনমোহন সিংয়ের সঙ্গে দেখা হয়ে খুব ভাল লাগল। ৭ রেসকোর্স রোডের বাসভবনে ওনাকে ওয়েলকাম ব্যাক জানালাম। আমাদের দুজনের বৈঠক খুব ভাল হল।''  

Updated By: May 28, 2015, 10:08 AM IST
সকালে সমালোচনা, সন্ধ্যায় সাক্ষাত্‍ - মুখোমুখি দুই প্রধানমন্ত্রী- মনমোহনের সঙ্গে বৈঠক মোদীর

ওয়েব ডেস্ক: সকালেই এনডি সরকারের তুমুল সমালোচনা করার পর সন্ধ্যাতেই হাসি মুখে হাত মেলাতে হল প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে। এদিন সন্ধ্যায় প্রধানমন্ত্রীর ৭ রেসকোর্স রোডের বাসভবনে নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন মনমোহন সিং। মোদী সেই সাক্ষাতের ছবি টুইট করে লেখেন, ''ডক্টর মনমোহন সিংয়ের সঙ্গে দেখা হয়ে খুব ভাল লাগল। ৭ রেসকোর্স রোডের বাসভবনে ওনাকে ওয়েলকাম ব্যাক জানালাম। আমাদের দুজনের বৈঠক খুব ভাল হল।''  

এর আগে আজ মনমোহন সিং বলেন, প্রভাব খাটিয়ে কোনওদিন নিজের পরিবার বা আত্মীয়স্বজনদের সুবিধা পাইয়ে দেননি। নিজের স্বচ্ছ ভাবমূর্তির সমর্থনে আজ আরও একবার  একথা বললেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। কঠোর সমালোচনা করেছেন মোদি  সরকারের এক বছরের পার্ফমেন্সেরও।  

আরও একবার নিজের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ খন্ডন করতে মুখ খুললেন  প্রাক্তন  প্রধানম্ন্ত্রী মনমোহন সিং। প্রধানমন্ত্রী অফিসের কোনও ক্ষমতাই কোনওদিন ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করেননি তিনি।  প্রভাব খাটিয়ে সুবিধা পাইয়ে দেননি কাউকে।

ঠিক এক দিন আগে ট্রাইয়ের প্রাক্তন চেয়ারম্যান  প্রদীপ বাইজাল তাঁর বই দ্য কমপ্লিট স্টোরি অফ ইন্ডিয়ান রিফরর্মস এ  সরাসরি অভিযোগ করেছিলেন, টু জি স্পেকট্রাম বরাদ্দে সাহায্য না করলে বিপদ হতে পারে বলে তাঁকে হুমকি দিয়েছিলেন ততকালীন প্রধানমন্ত্রী  মনমোহন সিং। তারই  উত্তর দিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী।

আরও কিছুটা আক্রমনাত্মক হয়ে বুধবার মোদি সরকারের কাজ নিয়ে সমালোচনায় সরব হলেন মনমোহন সিং।  জাতীয় ছাত্র ইউনিয়নের এক কনভেনশনে  তিনি বলেন এই সময় দেশের অর্থনীতি সবচেয়ে বিপর্যস্ত। কৃষি, শিল্প কোনও ক্ষেত্রেই প্রত্যাশিত ফল পাওয়া যাচ্ছেনা।

নরেন্দ্র মোদির মেক ইন ইন্ডিয়া আসলে UPA সরকারের নতুন উতপাদন নীতির কার্বন কপি বলেই এদিন সমালোচনায় মুখর হয়েছেন মনমোহন সিং।

.