Mamata Banerjee: মোদী সরকারের বিরুদ্ধে বিরোধীদের প্রধানমন্ত্রীর মুখ কে? মমতা বললেন...

ইন্ডিয়ার জোটের প্রথম বৈঠক হয়েছিল পাটনায়। দ্বিতীয়টি বেঙ্গালুরুতে। ১ সেপ্টেম্বর তৃতীয় বৈঠকে হতে চলেছে মুম্বইয়ে। মমতা বলেন, 'প্রধানমন্ত্রীর মুখ নিয়ে কোনও আলোচনা হয়নি। আমরা সবাই একই এবং ইন্ডিয়া পরিবারের সদস্য। আমরা দেশকে বাঁচাতে চাই।  কে প্রধানমন্ত্রী হবে? সেটা মুখ্য বিষয় নয়। প্রধানমন্ত্রীর মুখ হবে ইন্ডিয়া'।

Updated By: Aug 31, 2023, 12:00 PM IST
Mamata Banerjee: মোদী সরকারের বিরুদ্ধে বিরোধীদের প্রধানমন্ত্রীর মুখ কে? মমতা বললেন...
ফাইল ছবি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইন্ডিয়া জোটের বৈঠক ঘিরে চড়ছে জাতীয় রাজনীতির পারদ। তৃতীয় বৈঠকে জোটের লোগো প্রকাশের সম্ভাবনা। ২৪-এর আগে মোদী সরকারকে বিঁধতে নয়া কি স্ট্র্যাটেজি নেবে বিরোধী শিবির? শরদ পওয়ারের ডাকে বৃহস্পতিবার নৈশভোজে নেতারা। মোদী সরকারের বিরুদ্ধে বিরোধীদের প্রধানমন্ত্রীর মুখ কে? জল্পনার মাঝেই তাত্‍পর্যপূর্ণ মন্তব্য মমতার। ইন্ডিয়া বৈঠকের আগে মন্তব্য তৃণমূল সুপ্রিমোর বক্তব্য, ইন্ডিয়া এখন দেশের মুখ। আপাতত মুখ্য উদ্দেশ্যে দেশকে বাঁচানো।  

আরও পড়ুন, Mamata Banerjee: মুম্বইয়ে ফের জোট-বৈঠক; 'প্রধানমন্ত্রীর মুখ হবে ইন্ডিয়া', বললেন মমতা

ইন্ডিয়া জোটের কো-অর্ডিনেশন কমিটি গঠন নিয়েও চর্চা হবে এদিনের বৈঠকে। কমিটিতে প্রবীণ না নবীন নেতাদের প্রাধান্য? সোনিয়া, লালু, মমতাদের নেতৃত্বে কমিটি? নাকি রাহুল, তেজস্বী, অভিষেকদের নিয়ে কমিটি? ইন্ডিয়া জোটের তৃতীয় বৈঠকে আলোচনার সম্ভাবনা রয়েছে এ বিষয়গুলিরও। ইন্ডিয়ার জোটের প্রথম বৈঠক হয়েছিল পাটনায়। দ্বিতীয়টি বেঙ্গালুরুতে। ১ সেপ্টেম্বর তৃতীয় বৈঠকে হতে চলেছে মুম্বইয়ে। মমতা বলেন, 'প্রধানমন্ত্রীর মুখ নিয়ে কোনও আলোচনা হয়নি। আমরা সবাই একই এবং ইন্ডিয়া পরিবারের সদস্য। আমরা দেশকে বাঁচাতে চাই।  কে প্রধানমন্ত্রী হবে? সেটা মুখ্য বিষয় নয়। প্রধানমন্ত্রীর মুখ হবে ইন্ডিয়া'।

সূত্রের খবর, I.N.D.I.A জোটের বৈঠকে লোগো নিয়ে আলোচনা, জোটের কাঠামো নিয়ে কথা হবে। কো-অর্ডিনেশন কমিটি গঠন ও সদস্য় নির্বাচনও হবে বলে জানা গিয়েছে। নির্বাচন সংক্রান্ত ব্যবস্থাপনা ও সচিবালয় নিয়ে আলোচনার সম্ভাবনা। জোটের ৫ থেকে ১০ জন মুখপাত্র নির্বাচন, সংবাদমাধ্য়ম ও সামাজিক মাধ্য়ম সংক্রান্ত রূপরেখা চূড়ান্ত করা, জাতীয় ইস্যুগুলির জন্য আলাদা কমিটি গঠন, এমনকী কীভাবে যৌথ প্রচার? তৈরি করা হবে ইন্ডিয়াস জয়েন্ট অ্য়াকশন কমিটি। 

আরও পড়ুন, INDIA Meeting in Mumbai: নজরে ইন্ডিয়া জোটের বৈঠক; আসছে নতুন লোগো, হবে কো-অর্ডিনেশন কমিটি

(Zee24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.