মাসুদকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণায় প্রত্যেক নাগরিকের জয়, বললেন জেটলি, কংগ্রেসকে তুলোধনা নির্মলার

অরুণ জেটলি এ দিন বলেন, “এই পদক্ষেপ আন্তর্জাতিক কূটনৈতিক বিষয় হলেও পার্থক্য এই যে গত সরকার (মনমোহন সিংয়ের সরকার) যা পারেনি, মোদী সরকার সাফল্যের সঙ্গে করে দেখিয়েছে।” 

Updated By: May 2, 2019, 02:25 PM IST
মাসুদকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণায় প্রত্যেক নাগরিকের জয়, বললেন জেটলি, কংগ্রেসকে তুলোধনা নির্মলার
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: জইশ প্রধান মাসুদ আজহারকে রাষ্ট্রসঙ্ঘ আন্তর্জাতিক জঙ্গি তকমা দেওয়ায় দেশের প্রত্যেক নাগরিকের জয় বলে ব্যাখ্যা করলেন কেন্দ্রীয়মন্ত্রী অরুণ জেটলি। আজ সাংবাদিক বৈঠকে তিনি বলেন, রাষ্ট্রসঙ্ঘের এই সিদ্ধান্তে যারপরনাই খুশি কেন্দ্রীয় সরকার। যখন দেশের জয় হয়, তখন প্রত্যেক নাগরিক বিজয়ী হন। বিরোধীদের কটাক্ষ করেন জেটলির মন্তব্য, দুর্ভাগ্য, বিরোধীরা মনে করছেন যদি এই জয়োত্সবে তাঁরা অংশগ্রহণ করেন, তা হলে তাঁদেরও রাজনৈতিক মূল্য চোকাতে হবে।

অরুণ জেটলি এ দিন বলেন, “এই পদক্ষেপ আন্তর্জাতিক কূটনৈতিক বিষয় হলেও পার্থক্য এই যে গত সরকার (মনমোহন সিংয়ের সরকার) যা পারেনি, মোদী সরকার সাফল্যের সঙ্গে করে দেখিয়েছে।” জেটলির সুরে প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন এ দিন বলেন, “সন্ত্রাসবাদ যে কোনও মূল্যে উত্খাত করতে বদ্ধপরিকর সরকার। রাষ্ট্রসঙ্ঘের এই পদক্ষেপ সে ক্ষেত্র ভীষণ গুরুত্বপূর্ণ।” নরেন্দ্র মোদী সরকারের নেতৃত্বের সাফল্য বলে দাবি করলেন তিনি।

আরও পড়ুন- আচমকাই ভেঙে পড়ল চারমিনারের একাংশ

অন্যদিকে, জইশ প্রধান আজহার মাসুদকে আন্তর্জাতিক জঙ্গি চিহ্নিত করায় নিজেদের কূটনৈতিক সাফল্য তুলে ধরল মার্কিন যুক্তরাষ্ট্র। আজ টুইটে আমেরিকার বিদেশ সচিব পম্পেও বলেন, ধন্যবাদ ইউএসইউএন (রাষ্ট্রসঙ্ঘের মার্কিন প্রতিনিধি দল)-কে। তাদের অক্লান্ত প্রচেষ্টায় মাসুদ আজহারকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণা করা সম্ভব হয়েছে। আন্তর্জাতিক মঞ্চে সন্ত্রাসবাদের বিরুদ্ধে এই পদক্ষেপ মার্কিন কূটনীতির বড় জয়। আশা করি, দক্ষিণ এশিয়ায় শান্তি ফেরানো গুরুত্বপূর্ণ ধাপে পৌঁছনো গেল।

আরও পড়ুন- কংগ্রেস ও বিজেপির মধ্যে কোনও তফাত নেই, প্রার্থী দেওয়া নিয়ে প্রিয়ঙ্কাকে তোপ অখিলেশের

উল্লেখ্য, ২০০১ সালেই পাক-মদত পুষ্ট জঙ্গি মাসুদ আজহারের সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করতে পাকিস্তানকে চাপে রাখতে দেখা গিয়েছে তাদের। প্রায়শই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে পাকিস্তানকে বুঝিয়ে দিয়েছেন সন্ত্রাসবাদ ইস্যুতে কোনও সমঝোতা করতে নারাজ তারা। এমনকি মোটা অঙ্কের অনুদানও বন্ধ করে ওয়াশিংটন।

পুলওয়ামা ঘটনার পর মাসুদ প্রসঙ্গে আরও নড়েচড়ে বসে মার্কিন প্রশাসন। ভারতকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। রাষ্ট্র সঙ্ঘে সন্ত্রাসবাদ বিরুদ্ধে মার্কিন ‘আগ্রাসন নীতির’ সমালোচনা করতে দেখা গিয়েছে বেজিংকে। এ বারও  বারও ‘পদ্ধতিগত ত্রুটি’ দেখিয়ে ভেটো প্রয়োগ করে চিন। পরে, বাধ্য হয়ে বেজিংকে বিবৃতি দিয়ে বলতে হয়, দ্রুত ইতিবাচক পদক্ষেপ করতে চলেছে তারা। গত বুধবার চিন জানায়,  সব পক্ষের সঙ্গে আলোচনা এবং নথি খতিয়ে দেখে মাসুদকে আন্তর্জাতিক জঙ্গি মেনে নিতে তাদের অসুবিধা নেই।

মাসুদ আজহারকে আন্তর্জাতিক জঙ্গি চিহ্নিত করার পর পাক-বিদেশমন্ত্রক তরফে জানানো হয়, দ্রুত মাসুদের বিরুদ্ধে আন্তর্জাতিক জঙ্গির নিয়ম কার্যকর করা হবে। যদিও রাষ্ট্র সঙ্ঘের এই পদক্ষেপে ভারতের কূটনৈতিক সাফল্য স্বীকার করতে নারাজ ইমরান খানের সরকার। সে দেশের বিদেশমন্ত্রকের মুখপাত্র মহম্মদ ফয়জল দাবি করেন, এই সিদ্ধান্তের পিছনের বিশ্বের অনেক দেশের ভূমিকা রয়েছে।

নতি স্বীকার করেও ভারতের সমালোচনা করতে ছাড়েনি পাকিস্তান। এ দিন ফয়জল বলেন, “পাকিস্তান বরাবরই সন্ত্রাসবাদ বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। সেই কারণে কাশ্মীরে ভারত নিয়ন্ত্রিত সন্ত্রাসের বিরোধিতা করে এসেছে ইসলামাবাদ।” মাসুদে আন্তর্জাতিক জঙ্গি তকমা দেওয়ার পিছনে দীর্ঘ লড়াই রয়েছে ভারতে। ২০০৯ সাল থেকে রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে নয়া দিল্লি মাসুদে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণার দাবি জানিয়ে এসেছে। ব্রিটেন, রাশিয়া, ফ্রান্স এবং আমেরিকা ভারতের পাশে থাকলেও এই পদক্ষেপে চিন বরাবারই বিরোধিতা জানিয়েছে। মোট চার বার ভিটো প্রয়োগ করে বেজিং।

উল্লেখ্য, সম্প্রতিকালে পুলওয়ামা হামলার পাশাপাশি পাঠানকোট, উরি হামলা, সংসদ হামলা-সহ একধাকি নাশকতায় নাম রয়েছে মাসুদ আজহারের সংগঠন জইশ-ই-মহম্মদ। ২০০১ সালে ওই সংগঠনকে আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের তকমা দেয় আমেরিকা। চাপে পরে পরের বছরেই ওই জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করে পাকিস্তান। যদি আইএস (পাক গোয়েন্দা সংস্থা) মদত পুষ্ট ওই জঙ্গি সংগঠন বিভিন্ন নাম ভাঁড়িয়ে নাশকতা কার্যকলাপ চালিয়ে যায় মাসুদ আজহার।

.