কর্ণাটকে আড়াই দিনের বিজেপি সরকারের পতন, ইস্তফা ইয়েদুরাপ্পার
সংখ্যা জোগাড়ে ব্যর্থ বিজেপি। ইস্তফা ইয়েদুরাপ্পার।
নিজস্ব প্রতিবেদন: কর্ণাটক আস্থাভোট নাটকে যবনিকা। আবেগঘন ভাষণের পর ইস্তফা দিলেন বিএস ইয়েদুরাপ্পা। বলেন, ''এমন অগ্নিপরীক্ষা জীবনে অনেকবার দিয়েছি। আবারও দেব।'' এরইসঙ্গে তাঁর হুঁশিয়ারি, লোকসভা ভোটে কর্ণাটকে ২৮টি আসনের মধ্যে ২৮টিই পাবে বিজেপি।
Karnataka CM BS Yeddyurappa resigns ahead of #FloorTest. pic.twitter.com/dea9HMotx6
— ANI (@ANI) 19 May 2018
We will get 28 out of 28 seats in Lok Sabha: CM BS Yeddyurappa ahead of #FloorTest pic.twitter.com/7W5OQb5RN4
— ANI (@ANI) 19 May 2018
এদিন বিধানসভায় আবেগী ভাষণে ইয়েদুরাপ্পা বলেন, ''আমার হারানোর কিছু নেই। সাধারণ মানুষের জন্যই আমার জীবন। ভোটাররা আমায় ১১৩টি আসন দিলে কর্ণাটককে স্বর্গে পরিণত করতাম।''
I will lose nothing if I lose power, my life is for the people: CM BS Yeddyurappa ahead of #FloorTest pic.twitter.com/XuOrmx6LUE
— ANI (@ANI) 19 May 2018
ইয়েদুরাপ্পা আরও বলেন, ''কংগ্রেস বা জেডিএসের পক্ষে জনাদেশ ছিল না। আমরা ১০৪টি আসন পেয়েছিলাম। সাধারণ মানুষ আমাদের নির্বাচিত করেছেন। আমি গত দুবছর গোটা রাজ্যে ঘুরেছি। সাধারণ মানুষের দুর্দশা দেখেছি।''
If only people would have given us 113 seats instead of 104, we would have made this state a paradise: CM BS Yeddyurappa ahead of #FloorTest pic.twitter.com/3m374UKLBY
— ANI (@ANI) 19 May 2018
I have traveled throughout the state for the last two years and have seen pain on the faces of people. I can't forget the love & affection I received from people: CM BS Yeddyurappa ahead of #FloorTest pic.twitter.com/WaqC786K84
— ANI (@ANI) 19 May 2018
বিধানসভায় ভাষণের পরই রাজভবনে গিয়ে ইস্তফাপত্র দেন বিএস ইয়েদুরাপ্পা। বৃহস্পতিবার সকাল ৯টায় শপথ নিয়েছিলেন তিনি। শনিবার ইস্তফা দিলেন। মাত্র আড়াই দিনেই সমাপ্তি কর্ণাটকে বিজেপি সরকারের।
Bengaluru: BJP's BS Yeddyurappa reaches Raj Bhavan after resigning as Chief Minister of Karnataka. pic.twitter.com/CkmQokODy3
— ANI (@ANI) 19 May 2018
আরও পড়ুন- অনৈতিক কাজ করবেন না, সসম্মানে বিদায় নিন, ইয়েদ্দিকে নির্দেশ মোদী-শাহের