ISL 2020-21: Bengaluru FC-র অপরাজিত দৌড় থামাতে মরিয়া ATK Mohun Bagan

চলতি মরসুমে এখনও অপরাজিত সুনীল ছেত্রীরা। সুনীলদের অপরাজিত দৌড় থামাতে মরিয়া রয় কৃষ্ণারা (Roy Krishna)।

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Dec 20, 2020, 05:54 PM IST
ISL 2020-21: Bengaluru FC-র অপরাজিত দৌড় থামাতে মরিয়া  ATK Mohun Bagan
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন:  এফসি গোয়াকে (FC Goa) হারিয়ে আইএসএলে জয়ে ফিরেছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। জয়ে ফিরতেই বেঙ্গালুরু এফসি (Bengaluru FC) ম্যাচ নিয়ে ভাবনাচিন্তা শুরু করে দিয়েছেন সবুজ-মেরুন ফুটবলাররা। সোমবার ফতোরদা স্টেডিয়ামে (Fatorda Stadium) বেঙ্গালুরু এফসি (Bengaluru FC)-র মুখোমুখি  হাবাসের এটিকে মোহনবাগান। চলতি মরসুমে এখনও অপরাজিত সুনীল ছেত্রীরা। সুনীলদের অপরাজিত দৌড় থামাতে মরিয়া রয় কৃষ্ণারা (Roy Krishna)।

তিন পয়েন্ট ছাড়া অন্য কোনও ভাবনা নেই এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) স্প্যানিশ কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাসের (Antonio Habas)। বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে নামার আগে তিনি বলেন, "প্রতিটি ম্যাচ জেতা কখনই সম্ভব নয়। দলে ভারসাম্য রয়েছে। তাই প্রতিটি দলের পক্ষেই তিন পয়েন্ট পাওয়া বেশ কঠিন কাজ। তবে বেঙ্গালুরু শক্ত প্রতিপক্ষ। অন্য ম্যাচের মতোই তিন পয়েন্ট পাওয়ার লক্ষ্যেই মাঠে নামব। এটিকে মোহনবাগানের জন্য এই ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিপক্ষকে আমরা শ্রদ্ধা করি। ৯০ মিনিটেই ম্যাচের ফয়সালা হবে। ব্যক্তিগতভাবে কাউকে মার্কিং নয় সবার বিরুদ্ধেই আমাদের সতর্ক থাকতে হবে।"

আরও পড়ুন -  Maradona’র শেষ ইচ্ছা : Lenin-এর মতো সংরক্ষিত হোক আমার দেহ- সামনে এল রাজপুত্রের চিঠি

শেষ দুটো ম্যাচে জিতে আইএসএলে ছন্দে বেঙ্গালুরু এফসিও (Bengaluru FC)। এটিকে মোহনবাগানের বিরুদ্ধে নামার আগে সুনীলদের কোচ কার্লস কুয়াদ্রাত (Carles Cuadrat) বলেন, "ওদের বেশ কয়েকজন টাফ প্লেয়ার রয়েছে। আমরা তাদের ব্যাপারে জানি। বড় চেহারার পাশাপাশি হাই টেম্পো নিয়ে খেলে তারা। এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচে দেখেছি কীভাবে ওদের ফুটবলাররা সংগঠিত ফুটবল খেলেছে। প্রতিআক্রমণের সুযোগ কাজে লাগাতে হবে।"

৬ ম্যাচ খেলে ১৩ পয়েন্ট এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan)। সমসংখ্যক ম্যাচ খেলে ১২ পয়েন্ট বেঙ্গালুরু এফসি-র (Bengaluru FC)। তাই সোমবার ফতোরদা স্টেডিয়ামে (Fatorda Stadium)হাড্ডাহাড্ডি লড়াই দেখা যেতে পারে। একদিকে সুনীলদের টার্গেট এবারের লিগে অপরাজিত তকমা ধরে রাখা। অন্যদিকে রয় কৃষ্ণাদের (Roy Krishna) লক্ষ্য জয়ের ধারাবাহিকতা ধরে রাখা।

আরও পড়ুন - Pele-কে ছুঁলেন Messi, কিংবদন্তি ব্রাজিলিয় তারকা কী বললেন LM10-কে

.