খতম মৌরসিপাট্টা! জম্মু-কাশ্মীর ও লাদাখে জমি কেনার অধিকার সব ভারতীয়কে

Oct 27, 2020, 17:43 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: জম্মু-কাশ্মীর বা লাদাখে জমি কিনতে চান? সেই সুযোগ এসে গেল। যে কোনও ভারতীয় নাগরিকই জমি কিনতে পারবেন জম্মু-কাশ্মীরে।  

2/5

নির্দেশিকা জারি করে কেন্দ্রীয় সরকার জানাল, জম্মু-কাশ্মীর ও লাদাখে জমি কিনতে পারবেন ভারতীয় নাগরিকরা।   

3/5

জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল পুনর্গঠন ২০২০ নামে নির্দেশিকা এখন থেকে বলবৎ হতে চলেছে। 

4/5

আগে জম্মু-কাশ্মীরের স্থায়ী বাসিন্দা হলেই সে রাজ্যে জমি কেনা যেত। কিন্তু এখন 'স্থায়ী বাসিন্দা' হওয়ার শর্ত তুলে নিল কেন্দ্রীয় সরকার। 

5/5

মোদী সরকার দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর ২০১৯ সালে ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহার করে। এর পাশাপাশি জম্মু-কাশ্মীরকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করা হয় - জম্মু-কাশ্মীর ও লাদাখ।