এত কম মাইনে হলে দিন চলে না! চাকরি ছাড়তে চান ব্রিটিশ প্রধানমন্ত্রী

Oct 19, 2020, 16:42 PM IST
1/5

তিনি দেশের প্রধানমন্ত্রী। অথচ তাঁর মাইনে এত কম। এট উপলব্দি করার পরই চাকরি থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।  

2/5

বরিস জনসন বর্তমানে এক লক্ষ ৫০ হাজার ৪০২ পাউন্ড মাসিক বেতন পান। তবে তিনি জানিয়েছেন, এত কম অর্থে একজন প্রধানমন্ত্রীর দিন চলে না। তাই তিনি চাকরি ছেড়ে দিতে চান।  

3/5

এর আগে খবরের কাগজের কলাম লিখে তিনি সপ্তাহে ২৩ হাজার ইউরো উপার্জন করতেন। কিন্তু দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর তাঁর উপার্জন তুলনামূলক কমে গিয়েছে।  

4/5

বরিসের ছজন সন্তান। তাঁরা প্রত্যেকেই এখন প্রাপ্তবয়স্ক। ফলে বাবা হিসাবে তাঁদের আর্থিক সহায়তা করতে হয় তাঁকে। এছাড়া প্রথম পক্ষের স্ত্রীকেও খোরপোশ দিতে হয়। ফলে এত কম মাইনেতে তাঁর আর জীবন চলছে না।

5/5

প্রধানমন্ত্রী হওয়ার আগে তিনি সংবাদপত্র থেকে ২ লাখ ৭৫ হাজার পাউন্ড মাইনে পেতেন। সেইসঙ্গে মাসে দুটি বক্তৃতা দিলে পেতেন এক লাখ ৬০ হাজার টাকা।