Hemal Ingle: IPL দেখছেন? নতুন ক্রাস হেমল ইঙ্গলেকে চিনুন...

IPL 2024 Anchor: হেমলের প্রাণবন্ত ব্যক্তিত্ব, কথা বলার ধরণ অল্প সময়ের মধ্যেই দর্শকদের মন জয় করেছেন। কে এই হেমল ইঙ্গে। জেনে নিন।

May 22, 2024, 22:28 PM IST
1/6

হেমল ইঙ্গলে

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আইপিএল নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে এক আলাদাই আবেগ থাকে। তবে এই আইপিএল-এ সকলের নজর কেড়েছেন এই অ্যাঙ্কর। খুব দ্রুত তিনি ফ্যানেদের মন জয় করে নিয়েছেন। তাঁর নাম হেমল ইঙ্গলে। 

2/6

হেমল ইঙ্গলে

হেমলের প্রাণবন্ত ব্যক্তিত্ব, কথা বলার ধরণ, আড়ম্বরপূর্ণ উপস্থিতি সবকিছুই দর্শকদের বিমোহিত করেছে। জানা গিয়েছে, হেমল একজন মারাঠি অভিনেত্রী। যিনি এই প্রথম আইপিএল-এর মঞ্চে সঞ্চালক হিসাবে ডেবিউ দিলেন।

3/6

হেমল ইঙ্গলে

প্রথম ম্যাচ থেকেই, হেমল ইঙ্গলের আকর্ষক ব্যক্তিত্ব এবং ক্রিকেটের গভীর জ্ঞান আইপিএল ভক্তদের হৃদয় জয় করে।

4/6

হেমল ইঙ্গলে

হেমলের সাবলীল মারাঠি ভাষায় আইপিএল সম্প্রচারে অ্যাঙ্করিং করেন। যা মারাঠি-ভাষী শ্রোতাদের আনন্দিত করেছে।

5/6

হেমল ইঙ্গলে

অ্যাঙ্কারিংয়ের পাশাপাশি হেমলের অনবদ্য ফ্যাশন সেন্স আইপিএল মৌসুমে নতুন প্রবণতা সেট করে।   

6/6

হেমল ইঙ্গলে

হেমলকে শীর্ষস্থানীয় আইপিএল খেলোয়াড় এবং সেলিব্রিটিদের সঙ্গে সাক্ষাৎকার নিতেও দেখা গিয়েছে।