Bank Holidays ALERT! ২০২২-এর জানুয়ারিতে ১৬ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, রইল সম্পূর্ণ তালিকা

হাতে বেশি করে গচ্ছিত রাখুন টাকা

Dec 29, 2021, 23:38 PM IST
1/6

জানুয়ারতেই ১৬ দিন ব্যাঙ্ক বন্ধ

Banks to remain closed for 16 days in January 2022

নিজস্ব প্রতিবেদন: নতুন বছর নিয়ে আসে উৎসব এবং আনন্দের মরশুম। আর টাকা ছাড়া সমস্ত আনন্দ-উৎসবই বৃথা। টাকা তুলতে যেতে হবে ব্যাঙ্কে। কিন্তু ২০২২-এর জানুয়ারতেই ১৬ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। রবিবার ছাড়া, এমনিতেই প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার বন্ধ থাকে ব্যাঙ্কের দরজা। নতুন বছরের প্রথম মাসে তাছাড়াও আরও বেশ কিয়েকটি ছুটি পাবেন ব্যাঙ্কের কর্মচারীরা। দেখে নিন ছুটির তালিকা।

2/6

সাপ্তাহিক ছুটি

Weekly Off

জানুয়ারি মাসে পড়েছে ৫টি রবিবার। ২ জানুয়ারি, ৯ জানুয়ারি, ১৬ জানুয়ারি, ২৩ জানুয়ারি রবিবার পড়েছে।  

3/6

দ্বিতীয় ও শেষ শনিবার

2nd and 4th Saturday

জানুয়ারির মাসের ৮ ও ২২ তারিখ পড়েছে যথাক্রমে দ্বিতীয় ও শেষ শনিবার।

4/6

১ জানুয়ারি-৪ জানুয়ারি

1 Jan-4 Jan

১ জানুয়ারি- নতুন বছর, ৩ জানুয়ারি- লসুং এবং নতুন বছর উদযাপন, ৪ জানুয়ারি- লসুং।

5/6

১১ জানুয়ারি- ১৪ জানুয়ারি

11 Jan- 14 Jan

১১ জানুয়ারি- মিশনারি ডে, ১২ জানুয়ারি- স্বামী বিবেকানন্দের জন্মদিন, ১৪ জানুয়ারি- মরক সংক্রান্তি/পোঙ্গাল

6/6

১৫ জানুয়ারি-২৬ জানুয়ারি

15 Jan-26 Jan

১৫ জানুয়ারি- মরক সংক্রান্তি/পোঙ্গাল/মাঘ সংক্রান্তি, ১৮ জানুয়ারি- থাই পুসম (Thai Poosam), ২৬ জানুয়ারি- প্রজাতন্ত্র দিবস (Republic Day)।