Train: অলাভজনক রুট, বাংলা, বিহার ও ঝাড়খন্ডের ১৬টি ট্রেন বন্ধ করল রেল

Oct 21, 2021, 23:58 PM IST
1/7

ট্রেন বাতিল

Train Cancel

নিজস্ব প্রতিবেদন: যাত্রী হচ্ছে না ট্রেনে। সে কারণে বেশ কিছু অলাভজনক রুটের ট্রেন বাতিল করল ভারতীয় রেল (Indian Railways)। ঝাড়খন্ড, বিহার ও পশ্চিমবঙ্গের মধ্যে আপ এবং ডাউন মিলিয়ে ১৬টি ট্রেন স্থায়ীভাবে বাতিল করা হল। কোভিড অতিমারির কারণে ট্রেনগুলিতে তেমন যাত্রী হচ্ছিল না বলে এই সিদ্ধান্ত। 

2/7

বাতিল ট্রেন

Suspended Train

তথ্যের অধিকার আইনে ট্রেন বাতিলের কথা জানিয়েছে দক্ষিণ পূর্ব রেল। বাতিল ট্রেনগুলি হল- 

3/7

তালিকা দেখে নিন

 Check list here

-  ১৮৬৩৩ রাঁচি-পটনা এসি এক্সপ্রেস - ১৮৬৩৪ পটনা-রাঁচি এসি এক্সপ্রেস - ১২৮৬৫ হাওড়া-পুরুলিয়া এক্সপ্রেস - ১২৮৬৬ পুরুলিয়া-হাওড়া এক্সপ্লেস

4/7

তালিকা দেখে নিন

 Check list here

- ২২৮৭৫ খড়্গপুর-পুরুলিয়া ইন্টারসিটি এক্সপ্রেস - ২২৮৭৬ পুরুলিয়া-খড়্গপুর ইন্টারসিটি এক্সপ্রেস - ২২৮৮৬ টাটা-লোকমান্য তিলক অন্ত্যোদয় এক্সপ্রেস  - ২২৮৮৫ লোকমান্য তিলক-টাটা অন্ত্যোদয় এক্সপ্রেস 

5/7

তালিকা দেখে নিন

 Check list here

-২২৮৬১ শালিমার-আদ্রা রাজ্যরানি এক্সপ্রেস  -২২৮৬২ আদ্রা-শালিমার রাজ্যরানি এক্সপ্রেস  - ১৮১১৩ টাটা-রাঁচি ইন্টারসিটি - ১৮১১৪  রাঁচি-টাটা ইন্টারসিটি

6/7

তালিকা দেখে নিন

 Check list here

- ২২৮২১ ঝাড়গ্রাম-পুরুলিয়া বিরসা মুন্ডা এক্সপ্রেস - ২২৮২২ পুরুলিয়া-ঝাড়গ্রাম বিরসা মুন্ডা এক্সপ্রেস -৬৮৬৪৩ খড়্গপুর-হিজলি ইমু প্যাসেঞ্জার -৬৮৬৪৪ হিজলি-খড়্গপুর ইমু প্যাসেঞ্জার

7/7

ওয়াইফাই হাজারিবাগ

Wifi Hazaribagh Town station

বলে রাখি, ২০২০ সালে মে মাসে হাজারিবাগ টাউন রেলস্টেশনকে দেশের ৬০০০তম ওয়াই-ফাই পরিষেবাযুক্ত স্টেশন হিসেবে ঘোষণা করেছিল রেল। কিন্তু তার পর থেকে একটাও যাত্রিবাহী ট্রেন এই স্টেশন নিয়ে যায়নি।