জমি দেখা চূড়ান্ত, দমদমের কাছেই গড়ে উঠবে নতুন বিমানবন্দর?

Dec 10, 2018, 23:25 PM IST
1/6

সুতপা সেন: দমদম বিমানবন্দরে চাপ বাড়ছে, সে জন্য রাজ্যে আর একটি বিকল্প বিমানবন্দর চাইছে Airport authority of india। তার জবাবে অণ্ডাল বিমানবন্দরের নাম প্রস্তাব করেছিল রাজ্য সরকার। 

2/6

কিন্তু অণ্ডাল বিমানবন্দর নিয়ে আপত্তি রয়েছে কেন্দ্রের। দমদম বিমানবন্দরের চাপ কমাতে ৩০-৪০ কিলোমিটারের মধ্যে বিকল্প ব্যবস্থা চাইছে তারা। রাজারহাটে জমি চাওয়া হয়েছে।  

3/6

কিন্তু রাজারহাটে একলপ্তে এত জমি পাওয়া মুশকিল। সে কারণে বিকল্প জমির সন্ধান করছিল রাজ্য সরকার। 

4/6

সেই জমি মিলেছে নৈহাটি কাঁপা চাকলায়। ওই জমিটি ২ হাজার একর। জমির একাংশের মালিকানা সেনাবাহিনীর হাতে। বাকি অংশ ব্যক্তি মালিকানার।   

5/6

উত্তর ২৪ পরগনার জেলা শাসকের কাছে দুটি পৃথক চরিত্রের জমির আলাদা মানচিত্র পাঠানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই মানচিত্রটি যাচাইয়ের তা অসামরিক বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে পাঠাবেন মুখ্যসচিব। (প্রতীকী ছবি)

6/6

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সায় দেওয়ার পর ওই জমিটি অধিগ্রহণের প্রক্রিয়া সম্পন্ন হবে। তাই বলা যায়, সব কিছু ঠিক থাকলে আগামী দিনে দমদম বিমানবন্দরের কাছেই আরও একটা বিমানবন্দর পেতে চলেছে রাজ্য।