চোখের জলে বিদায় সার্জিক্যাল স্ট্রাইকের নায়ক শহিদ সন্দীপ সিংকে

Sep 25, 2018, 23:26 PM IST
1/5

বিদায় শহিদ

sandeep_5

উরিতে জঙ্গি হামলার পর পাক অধিকৃত কাশ্মীরে সার্জিক্যাল স্ট্রাইক করে ভারত।ওই অভিযানের দলে ছিলেন সন্দীপ সিং। ২০০৭ সালে সেনায় যোগ দিয়েছিলেন। জঙ্গিদের গুলিতে শহিদ হলেন সন্দীপ। তবে মৃত্যুবরণের আগে তিন জঙ্গিকে খতম করেছেন ভারতের বীর।  

2/5

বিদায় শহিদ

sandeep_4

জম্মু-কাশ্মীরে জঙ্গি নির্মূল অভিযানের তৃতীয় দিনে পাঁচ জঙ্গিকে খতম করে সেনা। রবিবার দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় মারা যায় জইশ-ই-মহম্মদের এক সন্ত্রাসবাদী। তবে শহিদ হন ল্যান্স নায়েক সন্দীপ সিং। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হল তাঁর শেষকৃত্য।   

3/5

বিদায় শহিদ

sandeep_3

জম্মু-কাশ্মীরের কুপওয়াড়ায় ল্যান্স নায়েক সন্দীপ সিংকে শেষশ্রদ্ধা জানাল সেনাবাহিনী। 

4/5

বিদায় শহিদ

sandeep_2

লেফটেন্যান্ট জেনারেল একে ভাট, চিনার কর্পসের কম্যান্ডার ও বাহিনীর পদাধিকারীরা শ্রদ্ধা জানান শহিদকে। 

5/5

বিদায় শহিদ

sandeep_1

সন্দীপের দেহ বাড়িতে পৌঁছতেই ভেঙে পড়ে পরিবার। ৩০ বছরের সন্দীপের মৃত্যুতে বাবাকে হারাল পাঁচবছরের সন্তান।