Bike Rally: পুলিসের নিষেধাজ্ঞা সত্ত্বেও শ্যামবাজার থেকে বাইক মিছিল বামেদের

Feb 07, 2021, 15:28 PM IST
1/5

নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা সত্ত্বেও রবিবার সকালে শ্যামবাজার থেকে টালিগঞ্জ পর্যন্ত বাইক মিছিল করল DYFI.

2/5

বামেদের নবান্ন অভিযান কর্মসূচি ১১ ফেব্রুয়ারি। তার পর ২৮ ফেব্রুয়ারি ব্রিগেড। নবান্ন অভিযানের সমর্থনেই এদিনের বাইক মিছিল বলে জানিয়েছে বাম শিবির।

3/5

এদিন বাইক মিছিল করার জন্য পুলিসের অনুমতি ছিল না। ফলে পুলিসের তরফে বাইকের নম্বর নোট করে রাখা হয়। ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদক সায়নদীপ মৈত্র জানিয়েছেন, পুলিস মামলা করলে তাঁরাও আইনি পথে লড়বেন।

4/5

এদিন মিছিলে ১৫০-র বেশি বাইক ছিল। তবে পুলিস মিছিলে বাধা দেয়নি।   

5/5

এদিন বিমান বসু (Biman Basu) বলেন, এখন নির্বাচন হচ্ছে না। তৃণমূলের মতো  ক্যাম্প দখল করতেও ছাত্র যুবরা যাচ্ছে না। বিজেপি রথ যাত্রার  নামে যা করতে চাইছে তার অনুমতি পুলিস দিচ্ছে। রথ যাত্রা বাইক মিছিলের চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর। তাতে কমিউনিটি সংঘাতের সম্ভাবনা থাকে। বাইক মিছিল তো ছাত্র যুবদের যৌবনের জলতরঙ্গ। তাতে বাধা দিচ্ছে কেন? এভাবে আমাদের আটকানো যাবে না।