অভিনব মোহনবাগান দিবস পালন করলেন উত্তরপাড়ার দে-দম্পতি

Jul 29, 2020, 22:28 PM IST
1/5

ইচ্ছে যদি থাকে তাহলে কোনও বাধাই বাধা নয়। হোক না লকডাউন! তা বলে কী ২৯ জুলাই অর্থাত মোহনবাগান দিবস উদযাপন বন্ধ থাকতে পারে? মোহনবাগান সমর্থকদের কাছে ২৯ জুলাই একটি আবেগ, এক আলাদা অনুভূতি।  

2/5

করোনা আবহে ক্লাবে গিয়ে মোহনবাগান দিবস পালন করতে না পারলেও স্বাদ অপূর্ণ রাখেন নি উত্তরপাড়ায় ব্যানার্জী পাড়া লেনের বাসিন্দা মোহনবাগান অনুরাগী অরিজিৎ দে ও তাঁর পরিবার।

3/5

আবেগ আর ভালোবাসাকে পাথেয় করে তিনতলা বাড়িটাই সবুজ-মেরুন রঙে  রাঙিয়ে মোহনবাগান দিবস পালন করেন তাঁরা। বাড়িটিকে ফুল দিয়ে সাজিয়ে সবাইকে মিষ্টি মুখ করিয়ে আনন্দ ভাগ করে নিয়েছেন।  

4/5

অরিজিৎ বাবু জানান , “প্রতিবার এই দিনটি ক্লাবে গিয়ে পালন করি। করোনার জন্য সেটা সম্ভব হয়নি। তবে কুছ পরোয়া নেহি। মোহনবাগান শিখিয়েছে কীভাবে প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করতে হয়। তাই বাড়িতেই কিছু একটা করার ইচ্ছা ছিল।”

5/5

তাঁর মোহনবাগানী স্ত্রীও বলেন, “করোনা ভয় দেখাচ্ছে। তবে আমরা হারিনা, হারতে জানিনা।”