LPG Subsidy: বড় ঘোষণা মোদী সরকারের, এই ধরনের রান্নার গ্যাসে লাফিয়ে বাড়ল ভর্তুকি

Oct 04, 2023, 17:53 PM IST
1/5

বুধবার বড়সড় ঘোষণা করল কেন্দ্র সরকার। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার গ্যাসে ভর্তুকি বাড়ল একশো টাকা।

2/5

কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর আজ বলেন, উজ্জ্বলা যোজনার রান্নার গ্যাসে আগে ভর্তুকি ছিল ২০০ টাকা। এবার তা বেড়ে হল ৩০০ টাকা।  এমনটাই সিদ্ধান্ত হয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভায়।

3/5

এবছর আগস্ট মাসেই রান্নার গ্যাসের ২০০ টাকা ভর্তুকি দেওয়ার কথা ঘোষণা করেছিল সরকার। পাশাপাশি উজ্জ্বলা যোজনার গ্যাসেও ভর্তুকি করা হয়েছিল ২০০ টাকা।

4/5

গত মাসেই উজ্জবলা যোজনার পরিধি আরও বাড়ানোর কথা ঘোষণা করে কেন্দ্র। আগামী ৩ বছরে আরও ৭৫ লাখ সংযোগ দেওয়ার কথা ঘোষণা করেছে সরকার।

5/5

উজ্জ্বলা যোজনায় ১৪.২ কেজি একটি সিলিন্ডার নিতে গেল লাগবে ২২০০ টাকা। প্রথমবার রিফিল করার খরচ দেবে সরকার। পাশাপাশি দেওয়া হবে একটি ওভেনও।