এক ছোবলের সঙ্গে একটা ফ্রি! ভার্জিনিয়ায় মিলল বিরল দু’মুখো সাপ

Sep 25, 2018, 16:07 PM IST
1/8

দু-মুখো সাপ

Snake_1

দু’মুখো সাপ বলতে যা বুঝি তার আক্ষরিক মানে কিন্তু কখনওই দুটো মুখ নয়। একটা মুখোশ থাকে। কিন্তু সাপের সত্যিই যদি দু’টো মুখো দেখেন, তাহলে কী বলবেন? অবাক হচ্ছেন?

2/8

দু-মুখো সাপ

Snake_2

ভার্জিনিয়ার উডব্রিজ এলাকায় মিলল এমনই অদ্ভুত দু’মুখো কপারহেড প্রজাতির বিষধর সাপ। এক ছোবলের সঙ্গে আরও একটি ফ্রি!

3/8

দু-মুখো সাপ

Snake_3

কপারহেড সাপটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেতেই রাতারাতি ভাইরাল হয়ে ওঠে।

4/8

দু-মুখো সাপ

Snake_4

সরীসৃপ বিশারদ জেডি ক্লিওপফার জানিয়েছেন, তাঁর তিন দশকের সাপ গবেষণায় এমন সাপ এর আগে দেখেননি। এটি বিরলতম বলে ব্যাখ্যা করেন তিনি।

5/8

দু-মুখো সাপ

Snake_5

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, দুই থেকে তিন সপ্তাহ বয়স হবে সাপটির। কপারহেড সাপটি ৮ ইঞ্চি লম্বা।

6/8

দু-মুখো সাপ

Snake_6

বিশেষজ্ঞদের দাবি, সাপটির জোড়া মস্তিষ্কের অস্ত্রোপচার করলে সাফল্য মিলতে পারে। স্বতন্ত্রভাবে তাদের জীবনযাপনের সম্ভাবনা রয়েছে বলে জানান বিশেষজ্ঞরা।

7/8

দু-মুখো সাপ

Snake_7

এক সপ্তাহ আগে এই সাপটির খোঁজ মেলে। জানা গিয়েছে, উডব্রিজের এক বাগানে সাপটিকে দেখতে পান এক মহিলা।

8/8

দু-মুখো সাপ

Snake_8

আরও এক সরীসৃপ বিশারদ জানাচ্ছেন তাঁর ৪০ বছরের অভিজ্ঞতা এই প্রথম এমন ধরনের সাপ দেখলেন।