প্রাণের সেরা দশ

Apr 12, 2013, 19:57 PM IST
1/11

দাদাসাহেব ফালকে শের খানভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান দাদাসাহেব ফালকে পেলেন বর্ষীয়ান অভিনেতা প্রাণ। ১৯৪০ থেকে ১৯৯০ শতক। এই অর্ধ শতক সাড়ে তিলশো ছবির মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেছেন তিনি। তাঁর অভিনীত সেরা দশটি চরিত্র বেছে নিলাম আমরা।

দাদাসাহেব ফালকে শের খান
ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান দাদাসাহেব ফালকে পেলেন বর্ষীয়ান অভিনেতা প্রাণ। ১৯৪০ থেকে ১৯৯০ শতক। এই অর্ধ শতক সাড়ে তিলশো ছবির মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেছেন তিনি। তাঁর অভিনীত সেরা দশটি চরিত্র বেছে নিলাম আমরা।

2/11

কাশ্মীর কি কলি, ১৯৬৪এই ছবিতে `লেডি কিলার` চরিত্রে দেখা যায় প্রাণকে। তাঁর সংলাপ `সতালে সতালে মেরা ভি সময় আয়েগা` আজও জনপ্রিয়।

কাশ্মীর কি কলি, ১৯৬৪
এই ছবিতে `লেডি কিলার` চরিত্রে দেখা যায় প্রাণকে। তাঁর সংলাপ `সতালে সতালে মেরা ভি সময় আয়েগা` আজও জনপ্রিয়।

3/11

গুমনাম, ১৯৬৫শুরু থেকে প্রাণকে ভিলেন মনে হয়েছিল এই ছবিতে। শেষে অদ্ভুত ভাবে প্রকাশিত হয় প্রাণের চরিত্রের আসল রূপ।

গুমনাম, ১৯৬৫
শুরু থেকে প্রাণকে ভিলেন মনে হয়েছিল এই ছবিতে। শেষে অদ্ভুত ভাবে প্রকাশিত হয় প্রাণের চরিত্রের আসল রূপ।

4/11

উপকার, ১৯৬৭এই ছবিতে প্রতিবন্ধী চরিত্রে প্রাণের অভিনয় এতটাই জনপ্রিয়তা পায় যে জঞ্জির ছবিতে ফের তাঁকে দেখা যায় ওই অবতারে।

উপকার, ১৯৬৭
এই ছবিতে প্রতিবন্ধী চরিত্রে প্রাণের অভিনয় এতটাই জনপ্রিয়তা পায় যে জঞ্জির ছবিতে ফের তাঁকে দেখা যায় ওই অবতারে।

5/11

অওরাত, ১৯৬৭এই ছবিতে মাত্র ত্রিশোর্ধ প্রাণকে অভিনয় করতে দেখা যায় এক বর্ষীয়ান চরিত্রে।

অওরাত, ১৯৬৭
এই ছবিতে মাত্র ত্রিশোর্ধ প্রাণকে অভিনয় করতে দেখা যায় এক বর্ষীয়ান চরিত্রে।

6/11

ভিক্টোরিয়া নং ২০৩, ১৯৭২একই ছবিতে একসঙ্গে ভিলেন ও কমিক রোল। একমাত্র প্রাণই দেখিয়েছিলেন।

ভিক্টোরিয়া নং ২০৩, ১৯৭২
একই ছবিতে একসঙ্গে ভিলেন ও কমিক রোল। একমাত্র প্রাণই দেখিয়েছিলেন।

7/11

জঞ্জির, ১৯৭৩ইয়ারি হ্যায় ইমান মেরা ইয়ার মেরি জিন্দেগি...প্রাণের কথা বললেই মনে আসে এই গানটার কথা। জঞ্জির ছবিতে শের খানের চরিত্রে অভিনেতা হিসেবে নিজের জাত চিনিয়েছিলেন প্রাণ।

জঞ্জির, ১৯৭৩
ইয়ারি হ্যায় ইমান মেরা ইয়ার মেরি জিন্দেগি...প্রাণের কথা বললেই মনে আসে এই গানটার কথা। জঞ্জির ছবিতে শের খানের চরিত্রে অভিনেতা হিসেবে নিজের জাত চিনিয়েছিলেন প্রাণ।

8/11

ববি, ১৯৭৩ব্লকবাস্টার ববি ছবিতে ধনী, উদ্ধত, জেদী বাবার চরিত্রে দেখা যায় প্রাণকে।

ববি, ১৯৭৩
ব্লকবাস্টার ববি ছবিতে ধনী, উদ্ধত, জেদী বাবার চরিত্রে দেখা যায় প্রাণকে।

9/11

অমর আকবর অ্যান্টনি, ১৯৭৭গরীব ড্রাইভার কিশেনলালের ধনী ব্যবসায়ীতে উত্তরণের অভিনয় দর্শকদের মন ছুঁয়ে গিয়েছিলেন প্রাণ।

অমর আকবর অ্যান্টনি, ১৯৭৭
গরীব ড্রাইভার কিশেনলালের ধনী ব্যবসায়ীতে উত্তরণের অভিনয় দর্শকদের মন ছুঁয়ে গিয়েছিলেন প্রাণ।

10/11

ডন, ১৯৭৮উপকার ছবির প্রতিবন্ধী প্রাণকে ফের পাওয়া যায় ডন ছবির জসজিতের ভূমিকায়। প্রাণর অভিনয় জীবনের অন্যতম মাইলস্টোন এই চরিত্র।

ডন, ১৯৭৮
উপকার ছবির প্রতিবন্ধী প্রাণকে ফের পাওয়া যায় ডন ছবির জসজিতের ভূমিকায়। প্রাণর অভিনয় জীবনের অন্যতম মাইলস্টোন এই চরিত্র।

11/11

কালিয়া, ১৯৮১এই ছবিতে প্রাণ ও বিগ বি-র রসায়ন ছিল অভাবনীয়। দুই অসাধারণ অভিনেতার অভিনয় এই ছবিতে নিয়ে গিয়েছিল এক অন্য উচ্চতায়।

কালিয়া, ১৯৮১
এই ছবিতে প্রাণ ও বিগ বি-র রসায়ন ছিল অভাবনীয়। দুই অসাধারণ অভিনেতার অভিনয় এই ছবিতে নিয়ে গিয়েছিল এক অন্য উচ্চতায়।