জানেন একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে কোন দুটো দেশ সবথেকে বেশিবার মুখোমুখি হয়েছে?

আপনি কি খুবই ক্রিকেট ভক্ত? আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ থাকলেই সব ছেড়ে বসে যান টেলিভিশনের সামনে? একটাও ম্যাচ মিস করেন না? তাহলে আপনার জন্য ক্রিকেটের একটা ভাল প্রশ্ন রয়েছে। বলুন তো একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে কোন দুটো দল সবথেকে বেশিবার মুখোমুখি হয়েছে?

Updated By: Jun 9, 2017, 04:32 PM IST
জানেন একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে কোন দুটো দেশ সবথেকে বেশিবার মুখোমুখি হয়েছে?

ওয়েব ডেস্ক: আপনি কি খুবই ক্রিকেট ভক্ত? আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ থাকলেই সব ছেড়ে বসে যান টেলিভিশনের সামনে? একটাও ম্যাচ মিস করেন না? তাহলে আপনার জন্য ক্রিকেটের একটা ভাল প্রশ্ন রয়েছে। বলুন তো একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে কোন দুটো দল সবথেকে বেশিবার মুখোমুখি হয়েছে?

আরও পড়ুন জানেন বিরাট কোহলি কোচ হিসেবে কাকে চেয়ে সচিন, লক্ষণকে দরবার করেছেন?

উত্তরটা ভারত বনাম শ্রীলঙ্কা। এই দুই দল একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে মুখোমুখি হয়েছে মোট দেড়শোবার। এর থেকে বেশি একদিনের ম্যাচে কোনও দুই দেশ মুখোমুখি হয়নি। তবে, পাকিস্তান এবং শ্রীলঙ্কাও কিন্তু পিছিয়ে নেই। এই দুই দেশ নিজেদের মধ্যে মুখোমুখি হয়েছে মোট ১৪৭ বার। তাই চ্যাম্পিয়ন্স ট্রফিতে শ্রীলঙ্কার কাছে সাত উইকেটে ভারত হারলেও, আসলে যেন জয় হল, দুই দেশের ক্রিকেটেরই। দুই দেশ মিলে দেড়শো ম্যাচ খেলে ফেলল যে।

আরও পড়ুন  বিনোদ কাম্বলি, বিরাটের দলকে শিখতে বললেন পাকিস্তানের কাছ থেকে

.