''আমরা তৈরি'', দক্ষিণ আফ্রিকা সফরের আগে হুঙ্কার ঋদ্ধিমান সাহার

সচিন-সৌরভের পরামর্শ দক্ষিণ আফ্রিকায় কাজে লাগাতে চান ঋদ্ধিমান সাহা।

Updated By: Dec 25, 2017, 10:16 PM IST
''আমরা তৈরি'', দক্ষিণ আফ্রিকা সফরের আগে হুঙ্কার ঋদ্ধিমান সাহার

অমিতাভ ঘোষ

দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার আগে ডেইল স্টেইনের হুমকির পাল্টা জবাব দিলেন ঋদ্ধিমান সাহা। ঋদ্ধি জানালেন, ব্যাটিংয়ের পাশাপাশি ভারতীয় দলের বোলিং লাইন আপও এখন বিশ্বের অন্যতম সেরা লাইন আপ।  ব্যাটিংয়ে সাফল্য পেতে সচিন-সৌরভের দেওয়া অতীতের টিপসকেই কাজে লাগাতে চান এই বঙ্গসন্তান।

দক্ষিণ আফ্রিকা সফর দিয়ে নতুন বছর শুরু করছে ভারতীয় ক্রিকেট দল। তবে তার আগে অধিনায়ক বিরাট কোহলির রিসেপশনে যোগ দিতে মঙ্গলবার মুম্বই উড়ে যাচ্ছেন ঋদ্ধি। সেখান থেকেই ভারতীয় দলের সঙ্গে উড়ে যাবেন দক্ষিণ আফ্রিকায়। টেস্ট খেলতে যাওয়ার আগে বড়দিনের সকালে ভারতীয় দলের উইকেটরক্ষক এসেছিলেন ইডেনে। লোকাল বোলারদের নিয়ে ইডেনের ইন্ডোরে সারলেন ব্যাটিং অনুশীলন। যাওয়ার আগে বলে গেলেন স্টেইনকে জবাব দেওয়ার জন্য তারা প্রস্তুত। তাঁর কথায়,''আমরাও তৈরি আছি। মাঠে দেখা যাবে কে জেতে।'' 

আরও পড়ুন- ধোনির 'হেলিকপ্টার শট' চিনতে পারলেন দ্য রক

 ঋদ্ধি-সামি জুটি এই মূহুর্তে টেস্ট দলে দুরন্ত কম্বিনেশন। ঠিক যেন ডেনিস লিলি-রডনি মার্শ জুটি। বাংলার এই জুটি দক্ষিণ আফ্রিকার মাটিতেও ভারতকে সাফল্য দেবে বলেই জানান ঋদ্ধি। বললেন, ''সামির বলে ১০টা ক্যাচ নিতে পারলেই ভাল। তবে ক্রিকেট টিম গেম। আমি সবার ক্যাচ ধরতেই তৈরি থাকব। সামি-ঋদ্ধি জুটি সাফল্য পাবে দক্ষিণ আফ্রিকায়।''

আরও পড়ুন- উইকেট কিপিংয়ের ইঙ্গিত দিয়ে ধোনিকে নামানোর নির্দেশ রোহিতের, দেখুন ভিডিও

প্রস্তুতি ম্যাচ না থাকাটা ম্যানেজমেন্টের সিদ্ধান্ত বলে উড়িয়ে দিলেও ভারতের টেস্ট সিরিজ জয়ের ব্যাপারে বেশ আশাবাদী ঋদ্ধিমান। ঋদ্ধির মতে ব্যাটিংয়ের পাশাপাশি এই ভারতীয় দলের বোলিং লাইন আপও এই মূহুর্তে বিশ্বের অন্যতম সেরা লাইন আপ। ব্যাটে সাফল্য পেতে অতীতে সৌরভ-সচিনদের পরামর্শ কাজে  লাগাতে চান ঋদ্ধিমান। দক্ষিণ আফ্রিকা যাওয়ার আগে অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপে ভারতীয় দলে সুযোগ পাওয়া ইশান পোড়েলকে ঋদ্ধি দিয়ে গেলেন শুভেচ্ছা হেলমেট।
  

.