ইংল্যান্ডকে হারিয়ে গ্রুপ সেরা বেলজিয়াম, শেষ ষোলোয় সামনে জাপান

প্রথম একাদশে বেলজিয়ামের ন'টি পরিবর্তন আর ইংল্যান্ডের আটটি।

Updated By: Jun 29, 2018, 08:26 AM IST
ইংল্যান্ডকে হারিয়ে গ্রুপ সেরা বেলজিয়াম, শেষ ষোলোয় সামনে জাপান

নিজস্ব প্রতিবেদন : নকআউট পর্ব আগেই নিশ্চিত হয়ে যাওয়ায় দুই রিজার্ভ দলের লড়াই কতটা উত্তেজক হতে পারে বৃহস্পতিবারের কালিনিনগ্রাদ সেটাই দেখল। প্রথম একাদশে বেলজিয়ামের ন'টি পরিবর্তন আর ইংল্যান্ডের আটটি। শেষ পর্যন্ত ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে জি-গ্রুপের সেরা বেলজিয়াম। প্রি-কোয়ার্টার ফাইনালে তাদের সামনে জাপান।

প্রথমার্ধে লড়াই-পাল্টা লড়াইয়ে জমে ওঠে খেলা। বেশ কয়েকটি সুযোগ পেলেও গোল করতে পারেনি বেলজিয়ানরা। দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটে আদনান জানুজাজের গোলে এগিয়ে যায় বেলজিয়াম। গোল শোধের মরিয়া চেষ্টায় আক্রমণে ঝাঁঝ বাড়ায় ব্রিটিশরা। ৬৬ মিনিটে সমতা ফেরানোর সুবর্ন সুযোগ হাতছাড়া করেন মার্কোস রাশফোর্ড। কিন্তু শেষ পর্যন্ত ১-০ গোলে ইংল্যান্ডকে হারিয়ে জি-গ্রুপের শীর্ষে থেকে নক আউট পর্বে গেল বেলজিয়াম।

গ্রুপের তিনটি ম্যাচেই জিতল বেলজিয়ানরা। দু নম্বরে শেষ করল ইংল্যান্ড। শেষ ষোলোয় জাপানের মুখোমুখি বেলজিয়াম। ইংল্যান্ডের সামনে কলম্বিয়া।

আরও পড়ুন - হেরে দেশকে ক্ষতির হাত থেকে বাঁচাল জার্মান দল!

.