নিজস্ব প্রতিবেদন :  এএফসি এশিয়ান কাপে আজ গ্রুপের দ্বিতীয় ম্যাচে নামছে স্টিফেন কনস্টানটাইনের ভারতীয় দল। সামনে আয়োজক সংযুক্ত আরব আমিরশাহি। প্রথম ম্যাচে থাইল্যান্ডকে ৪-১ গোলে হারিয়ে এশিয়ান কাপে অভিযান শুরু করেছে সুনীল-জেজেরা। বৃহস্পতিবার এশিয়ান জায়ান্টদের বিরুদ্ধেও সেই ছন্দ ধরে রাখতে মরিয়া মেন ইন ব্লু। আজ ড্র করলেই এশিয়ান কাপের নক আউটে পৌঁছে যাবে সুনীলরা। এসব অঙ্ক দূরে সরিয়ে ম্যাচে ফোকাস করছেন কনস্টানটাইনের ছেলেরা।

আরও পড়ুন - সাধু উদ্যোগ! দৃষ্টিহীন ফুটবলারদের জন্য নজিরবিহীন পদক্ষেপ নিল সুনীল ছেত্রীর ভারত

ঘরের মাঠে বাহরিনের সঙ্গে প্রথম ম্যাচ ড্র করে একটু হলেও কি চাপে রয়েছে সংযুক্ত আরব আমিরশাহি? প্রথম ম্যাচে থাইল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে সব হিসেব কি উলোটপালোট করে দিয়েছে ভারত? সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে মাঠে নামার ২৪ ঘণ্টা আগে ভারতীয় দলের কোচ কনস্টানটাইন বলছেন, " এখানে কোনও ম্যাচই সহজ নয়। গ্রুপের তিনটি ম্যাচই আমাদের জন্য খুব কঠিন।আমাদের সব কিছু দিয়ে লড়াই করতে হবে। ওরা (আমিরশাহি) তিন পয়েন্টের জন্যই ঝাঁপাবে। তবে কাগজে-কলমে খেলা হয় না। মাঠে নেমেই খেলতে হয়। চাপটা ওদের ওপরেই।" আজ ড্র করলেই ভারত পরের রাউন্ডে চলে যাবে। তাই ভারতকে আজ ঘরের মাঠে মরণ কামড় দিতে তৈরি হবে আলবার্তো জাচেরোনির দল। ভারতের বিরুদ্ধে আক্রমনাত্মক ফুটবল খেলতে চাইছেন আলি, খলিলরা।

ফিফা র‌্যাঙ্কিংয়ে দুই দেশের অবস্থান যেন প্রতিবিম্ব। ভারত যেখানে ৯৭ নম্বরে, সেখানে ১৮ ধাপ ওপরে ৭৯ নম্বরে আরব। সাম্প্রতিক কালে আবর আমিরশাহির বিরুদ্ধে তেমন সাফল্য নেই ভারতের। তাই থাইল্যান্ড ম্যাচের ভুলত্রুটি শুধরে ঘরের মাঠে সংযুক্ত আরব আমিরশাহিকে কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে তৈরি স্টিফেন কনস্টানটাইনের দল। থাইল্যান্ডের বিরুদ্ধে জোড়া গোল করেছেন সুনীল ছেত্রী। দীর্ঘদিন পর গোল খরা কাটিয়েছেন জেজেও। আরবদেশে আমিরশাহি বধে সুনীলের থেকে আরও গোল চাইছেন কনস্টানটাইন।

* এএফসি এশিয়ান কাপে ভারত বনাম সংযুক্ত আরব আমিরশাহি ম্যাচ আবু ধাবি থেকে সরাসরি দেখতে পাবেন স্টার স্পোর্টস এবং হটস্টারে
* মহারণ শুরু ভারতীয় সময় রাত ৯:৩০ টায়।    

 

English Title: 
AFC Asian Cup 2019, India vs UAE preview: Sunil Chhetri & Co must be wary of wounded UAE
News Source: 
Home Title: 

আজ এশিয়ান কাপে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ড্র করলেই নকআউটে সুনীলরা!

আজ এশিয়ান কাপে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ড্র করলেই নকআউটে সুনীলরা!
Caption: 
সৌজন্যে- টুইটার
Yes
Is Blog?: 
No
Section: